Which one is not an example of comparative degree?
A
upper
B
less
C
worst
D
Highest
উত্তরের বিবরণ
Worst এবং Highest—উভয়ই সত্যিই superlative degree বা শ্রেষ্ঠতর রূপ নির্দেশ করে। এরা কোনো গুণ বা মানের সর্বোচ্চ বা সর্বনিম্ন অবস্থাকে বোঝায়।
-
Worst শব্দটি bad বা ill এর superlative form, যার অর্থ সবচেয়ে খারাপ। যেমন: This is the worst movie I have ever seen.
-
Highest শব্দটি high এর superlative form, যার অর্থ সবচেয়ে উঁচু বা সর্বোচ্চ। যেমন: Mount Everest is the highest mountain in the world.
-
Superlative degree ব্যবহৃত হয় যখন তিন বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা করা হয় এবং কোনো কিছুকে সবার চেয়ে বেশি বা কম বোঝাতে হয়।
-
Superlative degree-এ সাধারণত the আর্টিকেল ব্যবহৃত হয়, যেমন— the best, the worst, the highest, the lowest ইত্যাদি।
-
এদের বিপরীতে comparative degree দুটি বস্তুর তুলনা করে, যেমন— better, higher, আর positive degree কেবল গুণটি প্রকাশ করে, যেমন— good, high।
0
Updated: 13 hours ago
The New York-Los Angeles highway is one of the busiest highways in USA. (Make it comparative)
Created: 2 months ago
A
Very few highways are busier than the New York-Los Angeles highway.
B
The New York-Los Angeles highway is busier than other highways in USA.
C
The New York-Los Angeles highway is busier than most other highways in USA.
D
The New York-Los Angeles highway is busier than all other highways in USA.
Superlative to Comparative Conversion
Example:
-
Superlative: The New York-Los Angeles highway is one of the busiest highways in USA.
-
Comparative: The New York-Los Angeles highway is busier than most other highways in USA.
Conversion Rule:
-
Subject এবং Verb প্রথমে রাখুন
-
One of the বাদ দিন
-
Superlative Degree → Comparative form
-
বসান → than most other / than many other
-
বাক্যটির বাকি অংশ রাখুন
Structure:
Subject + Verb + Comparative form of Superlative + than most other + remaining part of the sentence
Source:
-
A Passage to the English Language – S.M. Zakir Hussain
-
Advanced Learner's Communicative English Grammar and Composition – Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
Change to comparative degree:
This solution is effective.
Created: 1 month ago
A
This solution is more effective than the previous one.
B
This solution is most effective than the previous one.
C
This solution is effectiveer than the previous one.
D
This solution is the effective.
Correct Answer: This solution is more effective than the previous one.
-
“Effective” একটি বহু-অক্ষরের বিশেষণ, তাই এর তুলনা রূপ “-er” যোগ করে নয়, “more” ব্যবহার করে তৈরি করতে হয়।
-
তুলনা বুঝাতে than বসেছে।
-
Option A-তে more effective সঠিক Comparative Degree এবং than ব্যবহার করে তুলনা করা হয়েছে।
-
Option B-তে ভুলভাবে Superlative most effective ব্যবহার হয়েছে than সঙ্গে, যা ভুল।
-
Option C-তে effectiveer নামে কোনো শব্দ নেই, এটি ভুল।
-
Option D অসম্পূর্ণ এবং সঠিক তুলনামূলক বাক্য গঠন করা হয়নি।
0
Updated: 1 month ago
What does the word "Splendid" mean?
Created: 2 months ago
A
সাধারণ ও অস্পষ্ট
B
উজ্জ্বল ও চমৎকার
C
অসংলগ্ন ও বিক্ষিপ্ত
D
দুর্বল ও অস্থায়ী
The correct answer is - খ) উজ্জ্বল ও চমৎকার।
• Splendid (adjective)
- English Meaning: Possessing or displaying splendor, such as being brilliant in appearance or showing great excellence.
- Bangla Meaning: জমকালো; চমৎকার।
• Synonyms
- Resplendent (অত্যন্ত উজ্জ্বল; চমৎকার),
- Glorious (দ্যুতিময়; চমৎকার; মহিমান্বিত),
- Magnificent (জাঁকজমকপূর্ণ; উল্লেখযোগ্য; চমকপ্রদ)।
• Antonyms
- Dull (নিষ্প্রভ; অনুজ্জ্বল),
- Mediocre (খুব ভালো নয়, মাঝারি মানের; সাধারণ),
- Unremarkable (তেমন উল্লেখযোগ্য নয়; মনোযোগ আকর্ষণ করে না এমন)।
• Example Sentences
- The splendid decorations made the hall look magnificent.
- Her performance was truly splendid and impressed everyone.
0
Updated: 2 months ago