‘হস্তি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
A
হাত
B
বড়
C
হাতি
D
পশুরাজ
উত্তরের বিবরণ
‘হস্তি’ শব্দটি সংস্কৃত উৎসজাত এবং এর অর্থ হাতি। বাংলা ভাষায় এই শব্দের একাধিক সমার্থক রূপ আছে, যা সাহিত্যিক ও অলংকারিক ভাষায় ব্যবহৃত হয়। এসব শব্দ মূলত হাতির আকার, গুণ বা আচরণ অনুযায়ী ভিন্ন অর্থে ব্যবহৃত হয়।
-
দ্বিরদ শব্দের অর্থ দুই দাঁতযুক্ত প্রাণী, অর্থাৎ হাতি। এটি সংস্কৃত ‘দ্বি’ (দুই) ও ‘রদ’ (দাঁত) থেকে গঠিত।
-
গজ শব্দটি কবিতা ও সাহিত্যে বহুল ব্যবহৃত, যা সাধারণভাবে হাতিকে বোঝায়।
-
দ্বিপ শব্দের অর্থ দুই পা বিশিষ্ট নয়, বরং দুই ‘পা’ বা ‘চরণ’ বিশিষ্ট বিশাল প্রাণী হিসেবে হাতিকে নির্দেশ করে।
-
মাতঙ্গ শব্দটি এমন হাতিকে বোঝায়, যা প্রাপ্তবয়স্ক, শক্তিশালী ও রাজকীয় স্বভাবের।
-
করী শব্দটি এসেছে ‘কর’ (হাত) থেকে, যা শুঁড়ও বোঝায়—অর্থাৎ ‘যার কর আছে’, সেই হাতি।
-
এ ছাড়া সাহিত্যিক ব্যবহারে কুনজর, নাগ, গজরাজ ইত্যাদিও হাতির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 13 hours ago
'অতিথি' এর সমার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
অভ্যাগত
B
কুটুম
C
কুটুম্ব
D
উপরের সবগুলোই
‘অতিথি’ শব্দের প্রতিশব্দ হলো এমন সব শব্দ, যা কাউকে আগন্তুক বা আগমনকারী হিসেবে নির্দেশ করে। এরা সকলেই কোনো গৃহ, সমাজ বা স্থানে আগত ব্যক্তিকে বোঝায়।
‘অতিথি’-এর প্রতিশব্দসমূহ:
-
অভ্যাগত
-
মেহমান
-
নিমন্ত্রিত
-
আমন্ত্রিত
-
কুটুম
-
কুটুম্ব
-
আগন্তুক
এসব শব্দে অর্থের সূক্ষ্ম পার্থক্য থাকলেও মূলত এরা সকলেই আগত বা আমন্ত্রিত ব্যক্তিকে প্রকাশ করে।
0
Updated: 3 weeks ago
'সাপ' শব্দের সমার্থক শব্দ -
Created: 2 months ago
A
কলাপী
B
বর্হিণ
C
মৃগরাজ
D
কোনোটিই নয়
‘সাপ’ শব্দের সমার্থক:
-
সর্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ
‘সিংহ’ শব্দের সমার্থক:
-
কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ
‘ময়ূর’ শব্দের সমার্থক:
-
কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
সঠিক উত্তর: কোনোটিই নয়।
0
Updated: 2 months ago
'সূর্য'-এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
শশাঙ্ক
B
অর্ণব
C
আদিত্য
D
সিন্ধু
'সূর্য' এর প্রতিশব্দ হলো 'আদিত্য'।
'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
-
রবি
-
সবিতা
-
দিবাকর
-
দিনমনি
-
দিননাথ
-
দিবাবসু
-
অর্ক
-
ভানু
-
তপন
-
ভাস্কর
-
মার্তণ্ড
-
অংশু
-
প্রভাকর
-
কিরণমালী
-
অরুণ
-
মিহির
-
দিনপতি
অন্যদিকে:
-
'চাঁদ' এর প্রতিশব্দ — সুধাংশু, শশাঙ্ক, বিধু
-
'সমুদ্র' এর প্রতিশব্দ — বরুণ, পাথার, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর
0
Updated: 1 month ago