‘ক্ষুধার্থ’ এর সন্ধি বিচ্ছেদ কি?
A
ক্ষুধা +ঋত
B
ক্ষুধ+ঋত
C
ক্ষুয়া+আর্ত
D
ক্ষুধা+র্ত
উত্তরের বিবরণ
যখন কোনো শব্দের শেষে ‘অ’ বা ‘আ’ কার থেকে যায় এবং তার সঙ্গে ‘ঋত’ যুক্ত হয়, তখন উচ্চারণের সহজতার জন্য ‘অ’ বা ‘আ’ ও ঋ’ মিলে ‘আর’ ধ্বনি সৃষ্টি করে। এই নিয়ম অনুসারে বানান গঠনের সময় পূর্ববর্তী বর্ণে ‘আ’ কার যুক্ত হয় এবং পরবর্তী অংশে ‘রেফ’ বসানো হয়।
-
উদাহরণ হিসেবে ‘তৃষ্ণা + ঋত’ যোগে হয় ‘তৃষ্ণার্ত’, যার অর্থ তৃষ্ণায় পীড়িত বা পিপাসার্ত।
-
আবার ‘শীত + ঋত’ যোগে হয় ‘শীতার্ত’, অর্থাৎ শীতে কষ্ট পাওয়া বা শীতবিদ্ধ।
-
এখানে ‘ঋত’ শব্দটির সঙ্গে সংযোগের সময় মূল শব্দের ধ্বনি পরিবর্তিত হয় যাতে উচ্চারণ সহজ ও স্বাভাবিক শোনায়।
-
এ ধরনের সংযোজন বাংলায় সাধারণত বিশেষণ গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে মূল শব্দ কোনো অবস্থার প্রকাশ করে এবং ‘ঋত’ অংশটি কষ্ট বা ভোগ বোঝায়।
-
এই নিয়মের ফলে বাংলায় অনেক যৌগিক শব্দ গঠিত হয়েছে, যেমন দুঃখ + ঋত = দুঃখার্ত, বেদন + ঋত = বেদনাহত ইত্যাদি।
0
Updated: 13 hours ago
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
Created: 1 month ago
A
ক্রিয়া
B
অব্যয়
C
বিশেষ্য
D
বিশেষণ
ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না।
সন্ধির সবচেয়ে দ্বিধান্বিত প্রশ্ন :
প্রশ্ন : কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি একাধিকবার এলেও এটি নিয়ে বিভিন্ন মতবাদ আছে। অনেকে বলেন এর উত্তর অব্যয়, আবার অনেকে বলেন এর উত্তর ক্রিয়া। আবার অনেক জায়গায় এর উত্তর সর্বনামও খুঁজে পাওয়া যায়।
সমাধান ও ব্যাখ্যা :
আসলে বাংলা এমন কোনো পদই নেই যার সন্ধি হয় না, বাংলা সকল পদেরই সন্ধি হয়। যেমন :
বিশেষ্য পদের সন্ধি-বিচ্ছেদ :
বিদ্যা + আলয় = বিদ্যালয়
গ্রন্থ + আগার = গ্রন্থাগার
গীত + অঞ্জলি = গীতাঞ্জলি
জল + আশয় = জলাশয়
পদ + উন্নতি = পদোন্নতি
বিশেষণ পদের সন্ধি-বিচ্ছেদ :
ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত
জন + এক = জনৈক
উপরি + উক্ত = উপর্যুক্ত
অতি + অধিক = অত্যধিক
অতি + অন্ত = অত্যন্ত
সর্বনাম পদের সন্ধি-বিচ্ছেদ :
পর + পর = পরস্পর
অব্যয় পদের সন্ধি-বিচ্ছেদ :
ইতি + আদি = ইত্যাদি
কিম + বা = কিংবা
পরম + তু = পরন্তু
ক্রিয়া পদের সন্ধি-বিচ্ছেদ :
দেখিতে + আছি = দেখিতেছি
করিতে + আছি = করিতেছি
[ক্রিয়া পদের উদাহরণদুটি ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বই থেকে নেওয়া হয়েছে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে পরীক্ষায় এলে এর উত্তর কী দিবেন? অপশনে যদি 'কোনোটিই নয়' থাকে তাহলে তা সর্বোত্তম উত্তর আর তা থাকলে 'ক্রিয়া'ই দাগাবেন।
কেন 'ক্রিয়া' দাগাবেন তার ব্যাখ্যা :
ভালো করে প্রশ্নটি লক্ষ করুন, প্রশ্নে বলা হয়েছে কোন বাংলা পদের সন্ধি হয় না? এবার খেয়াল করুন ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বইতে ক্রিয়াপদের যে সন্ধি দেখানো হয়েছে তা কিন্তু সাধু ভাষার অর্থাৎ তৎসম শব্দ।
বাংলা শব্দ বলতে সাধারণত আমরা তদ্ভব বা দেশি শব্দগুলোকে বুঝি। সে হিসেবে বাংলা 'ক্রিয়া' পদের সন্ধি হয় না।
0
Updated: 1 month ago
ফররুখ আহমদের সনেট সংকলন কোনটি?
Created: 1 month ago
A
নৌফেল ও হাতেম
B
মুহূর্তের কবিতা
C
সিরাজাম মুনীরা
D
হাতেমতায়ী
• মুহূর্তের কবিতা:
- ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি/ মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদের সনেট সংকলন - মুহূর্তের কবিতা।
- গ্রন্থটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- এতে মোট ৯৩টি সনেট কবিতা রয়েছে যা শেক্সপীরিয়-পেত্রার্কীয় রীতিতে ৬৮ অক্ষর চরণ মাত্রায় রচিত।
- উল্লেখযোগ্য কবিতা: মুহূর্তের কবিতা, অশান্ত পৃথিবী, পরিচিতি, ধানের কবিতা ইত্যাদি।
--------------------
• ফররুখ আহমদ:
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্ম গ্রহণ করেন।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে 'লাশ' কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভকরেন।
ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।
উৎস:
0
Updated: 1 month ago
"পরীক্ষাচ্ছলে" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
পরিক্ষা + চ্ছলে
B
পরীক্ষা + ছলে
C
পরীক্ষা + চ্ছলে
D
পরিক্ষা + ছলে
• সন্ধির নিয়ম:
- স্বরধ্বনির পরে ছ্ থাকলে ছ্ স্থানে চ্ছ হয়।
যেমন:
- বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া,
- কথা + ছলে = কথাচ্ছলে,
- পরীক্ষা + ছলে = পরীক্ষাচ্ছলে,
- প্রতি + ছবি = প্রতিচ্ছবি।
0
Updated: 1 month ago