A
দরিদ্রতা
B
উপযোগিতা
C
শ্রদ্ধাঞ্জলি
D
উর্দ্ধ
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান: উর্দ্ধ
• শুদ্ধ বানান: ঊর্ধ্ব।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।
• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
স্বায়ত্ব
B
স্বায়াত্ব
C
স্বায়ত্ত
D
স্বায়ত্ত্ব
স্বায়ত্ত শব্দটি শুদ্ধ কারণ এটি সংস্কৃতের "স্ব" (নিজস্ব) এবং "আয়ত্ত" (অধিকার বা নিয়ন্ত্রণ) শব্দের মিলিত রূপ। এটি মূলত "স্বাধীন নিয়ন্ত্রণ" বা "নিজস্ব অধিকারভুক্ত" অর্থে ব্যবহৃত হয়।
বাংলা ভাষায় "স্বায়ত্ত" বানানটিই শুদ্ধ এবং প্রচলিত, যেখানে অন্য বানানগুলো ভুলধারণা বা বিকৃতির ফলে তৈরি হয়েছে। বাংলা ভাষার ব্যাকরণের নিয়ম অনুযায়ী, এ ধরনের সংযুক্ত শব্দে অতিরিক্ত "ত্ব" বা "ত্ত্ব" ব্যবহার করা সঠিক নয়; তাই শুদ্ধ রূপ স্বায়ত্ত।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমূর্ষূ
D
দ্বিজরাজ
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 2 weeks ago