A
;
B
:
C
=
D
'' ''
উত্তরের বিবরণ
(:) কোলন চিহ্ন।
--------------
• কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'
নিম্নলিখিত স্থানে কোলন ব্যবহৃত হয় -
- বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে। যেমন- শপথ নিলাম: পাশ করবই।
- কটা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে। যেমন- ৭: ২০।
- নাটকের চরিত্রের পরে ও সংলাপের আগে। যেমন- রাজা: উজিররা সবাই এসে হাসির হও।
- গণিতে অনুপাত বোঝাতে কোলন বসে। যেমন- ৫:৩।
অন্যদিকে,
• (;) সেমিকোলন চিহ্ন।
• (=) সমান চিহ্ন।
• ('' '') উদ্ধরণ চিহ্ন।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 weeks ago
কমা (Comma)- এর বাংলা কী?
Created: 2 weeks ago
A
পূর্ণচ্ছেদ
B
দৃষ্টান্তছেদ
C
পাদচ্ছেদ
D
অর্ধচ্ছেদ
কমা (,) হলো একটি বিরামচিহ্ন।
এর কাজ হলো বাক্যের মধ্যে অল্প বিরতি বা থামা বোঝানো।
বাংলা ভাষায় Comma (,)-কে "অর্ধচ্ছেদ" বলা হয়।
কেন "অর্ধচ্ছেদ"?
-
কারণ "পূর্ণচ্ছেদ (।)" সম্পূর্ণ বিরতি নির্দেশ করে।
-
আর কমা (,) নির্দেশ করে আংশিক বিরতি বা অর্ধেক ছেদ।
-
তাই একে অর্ধচ্ছেদ বলা হয়।

0
Updated: 2 weeks ago
বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
Created: 1 month ago
A
কোলন
B
সেমিকোলন
C
হাইফেন
D
ড্যাস
হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই। ইলেক বা লোপ চিহ্নের জন্যও থামার প্রয়োজন নেই। কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়। দাঁড়ি – এক সেকেন্ড। প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড।

0
Updated: 1 month ago
অন্ত্যযতি নয় কোনটি?
Created: 1 week ago
A
প্রশ্নচিহ্ন
B
কোলন-ড্যাশ
C
বিস্ময়চিহ্ন
D
বিস্ময়চিহ্ন
বাংলা যতি (Punctuation Marks)
১. অন্ত্যযতি (Terminal Punctuation)
-
দাঁড়ি: ।
-
প্রশ্নচিহ্ন: ?
-
বিস্ময়চিহ্ন: !
-
দুই দাঁড়ি: ।।
২. অভ্যন্তর যতি (Internal Punctuation)
-
কমা: ,
-
সেমিকোলন: ;
-
হাইফেন: -
-
ড্যাশ: _
-
কোলন: :
-
কোলন-ড্যাশ: :-
-
বিন্দু: .
৩. অন্যান্য যতি (Other Marks)
-
ঊর্ধ্বকমা: '
-
ত্রিবিন্দু: ...
-
উদ্ধৃতিচিহ্ন: '...'/"..."
-
বন্ধনীচিহ্ন: (({{-]}))
-
বিকল্পচিহ্ন: /
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)

0
Updated: 1 week ago