কোন বানানটি শুদ্ধ নয়?
A
দরিদ্রতা
B
উপযোগিতা
C
শ্রদ্ধাঞ্জলি
D
উর্দ্ধ
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান: উর্দ্ধ
• শুদ্ধ বানান: ঊর্ধ্ব।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।
• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
নিচের কোনটি অশুদ্ধ?
Created: 2 weeks ago
A
জ্যোতির্বিদ্যা
B
জ্যোতিষ্মান
C
জ্যোতির্মণ্ডল
D
জ্যোতির্বীদ
অশুদ্ধ বানান: জ্যোতির্বীদ
শুদ্ধরূপ: জ্যোতির্বিদ
-
এটি বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহার করা হয়।
-
অর্থ:
-
জ্যোতির্বিদ্যায় পাণ্ডিত্য রয়েছে এমন ব্যক্তি।
-
জ্যোতির্বিদ্যায় অভিজ্ঞ ব্যক্তি বা জ্যোতির্বিজ্ঞানী।
-
অন্য প্রাসঙ্গিক শব্দ:
-
জ্যোতির্বিদ্যা — জ্যোতির্বিজ্ঞান
-
জ্যোতির্মণ্ডল — নভোমণ্ডল
-
জ্যোতিষ্মান — জ্যোতির্ময়, দীপ্তিমান, আলোকময়
উপরের প্রদত্ত বানানগুলো শুদ্ধ।

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
শমীচিন
B
সমীচীন
C
সমিচীন
D
শমীচীন
সমীচীন শব্দটি এসেছে সংস্কৃত সম্যক্ + ঈচীন থেকে, যার অর্থ যথোপযুক্ত, উপযুক্ত, মানানসই, শোভন।
অন্যান্য বিকল্প (শমীচিন, সমিচীন, শমীচীন) শুদ্ধ রূপ নয়।বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান অনুসারে সঠিক রূপটি সমীচীন।

0
Updated: 3 weeks ago
সঠিক বানান নয় কোনটি?
Created: 1 month ago
A
ধরণি
B
মূর্ছা
C
গুণ
D
প্রানী
অশুদ্ধ বানান প্রানী। শুদ্ধ বানান প্রাণী। এটি একটি বিশেষ্য পদ এবং মূলত সংস্কৃত থেকে এসেছে। শব্দটি গঠিত প্রাণ + ইন্ দ্বারা। অর্থে এটি মানুষের, পশু-পাখি, কীটপতঙ্গসহ সব ধরনের জীবকে বোঝায়।
অন্য উদাহরণগুলো:
-
ধরণি (বিশেষ্য পদ): অর্থ পৃথিবী, ধরা, বা যে সমস্ত কিছু ধারণ করে।
-
মূর্ছা (বিশেষ্য পদ): অর্থ অচৈতন্য অবস্থা বা মোহপ্রাপ্তি।
-
গুণ (বিশেষ্য পদ): অর্থ ধর্ম, স্বভাব বা প্রকৃতি।

0
Updated: 1 month ago