A
on
B
to
C
at
D
for
উত্তরের বিবরণ
• সাধারণত, preposition "at" নির্দিষ্ট দূরত্ব বা কোন measurements বোঝাতে, ব্যবহৃত হয়।
• প্রদত্ত বাক্যে The train is running_____ forty miles an hour.
- ট্রেন কত স্পীডে যাচ্ছে সেটি বোঝানো হচ্ছে।
Complete sentence: The train is running at forty miles an hour.

0
Updated: 4 weeks ago
Identify the correct sentence.
Created: 1 week ago
A
Feeling herself fall, she clutched in a branch.
B
Feeling herself fall, she clutched on a branch.
C
Feeling herself fall, she clutched by a branch.
D
Feeling herself fall, she clutched at a branch.
• Complete Sentence: Feeling herself fall, she clutched at a branch.
- Bangla Meaning: পড়ে যাচ্ছিল বুঝতে পেরে, সে একটি ডাল আঁকড়ে ধরল।
• Clutch at (phrasal verb with clutch verb)
English Meaning: to try to hold or grab something suddenly or tightly, especially when in danger or panic.
Bangla Meaning: আকস্মিকভাবে কিছু ধরার চেষ্টা করা।
"আকস্মিকভাবে কিছু ধরার চেষ্টা" বোঝাতে clutch এর পরে preposition হিসেবে সাধারণত 'at' বসে।
Example Sentence:
- He clutched at the rope as he lost his balance.
- She clutched at his arm in fear.

0
Updated: 1 week ago
Fill in the blank with correct preposition. He is devoid - commonsense.
Created: 1 month ago
A
of
B
from
C
introduction
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – of।
সম্পূর্ণ বাক্য:
He is devoid of commonsense.
(তার সাধারণ বোধ সম্পূর্ণ অনুপস্থিত।)
Devoid of (ইডিয়ম)
অর্থ: কিছু না থাকা; সম্পূর্ণরূপে বিহীন থাকা।
বাংলায় অর্থ: কোনো জিনিসের অভাব বা বঞ্চনা।
ব্যবহার:
‘Devoid’ শব্দের পর ‘of’ প্রিপোজিশন লাগে।
উদাহরণ বাক্য:
-
পরিত্যক্ত বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না।
-
তার যুক্তি সম্পূর্ণরূপে তর্কসাপেক্ষ এবং অসংগঠিত ছিল।

0
Updated: 1 month ago
A smooth, dry surface helps the tiles adhere ____ the wall.
Created: 4 weeks ago
A
by
B
to
C
in
D
at
• Complete sentence: A smooth, dry surface helps the tiles adhere to the wall.
• Adhere to:
English meaning: to stick firmly.
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

0
Updated: 4 weeks ago