The feminine form of 'Stag' is -
A
Hind
B
Sow
C
Ewe
D
Ram
উত্তরের বিবরণ
Stag [masculine gender] - পুরুষ হরিণ।
- এর feminine gender হলো- Hind.
• অন্যদিকে,
• Ewe [feminine form] - স্ত্রী-ভেড়া ; ভেড়ী।
- এর masculine gender হলো- Ram.
• Sow [feminine form] - (পূর্ণবয়স্ক শূকরী).
- Boar (বন্য মর্দা শূকর) হচ্ছে Sow -এর masculine gender.

0
Updated: 2 months ago
Find out the common gender:
Created: 2 weeks ago
A
Mayor
B
Monarch
C
Nun
D
Hunter
Monarch শব্দটি এমন একটি noun যা নারী এবং পুরুষ উভয়ের জন্য ব্যবহার করা যায়। এটি Common Gender-এর উদাহরণ। নিচে বিস্তারিতভাবে বিষয়টি ব্যাখ্যা করা হলো।
-
Monarch (noun)
-
English Meaning: A sovereign head of state, especially a king, queen, or emperor.
-
Bengali Meaning: সর্বোচ্চ শাসক (রাজা, রানি, সম্রাট বা সম্রাজ্ঞী); অধিরাজ; সার্বভৌম।
-
-
Common Gender
-
যে Noun দ্বারা পুরুষ বা নারী উভয়কেই বোঝানো যায়, তাকে Common Gender বলা হয়।
-
Monarch শব্দটি পুরুষ এবং নারী উভয়ের জন্যই ব্যবহার হয়।
-
তাই এটি একটি Common Gender।
-
অন্য উদাহরণসমূহ:
-
Mayor (Masculine Gender)
-
English Meaning: A person who is elected or chosen to lead the group who governs a town or city.
-
Bengali Meaning: নগরের পৌরসংস্থার প্রধান; মেয়র।
-
Feminine Form: Mayoress (মেয়রপত্নী; মহিলা মেয়র)
-
-
Nun (Feminine Gender)
-
English Meaning: A woman belonging to a religious order.
-
Bengali Meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী।
-
Masculine Form: Monk (সন্ন্যাসী)
-
-
Hunter (Masculine Gender)
-
English Meaning: A person or animal that hunts.
-
Bengali Meaning: শিকারি; শৌনিক; ব্যাধ।
-
Feminine Form: Huntress (শিকারি স্ত্রীলোক)
-

0
Updated: 2 weeks ago
The feminine form of 'Swain' -
Created: 2 months ago
A
Spinster
B
Heifer
C
Nymph
D
None of these
• Swain (নাগর) হচ্ছে Masculine Gender.
- এর Feminine gender হচ্ছে Nymph (রূপসী নারী)।
• Spinster (অবিবাহিতা মহিলা) (Feminine gender)
- এর masculine gender - Bachelor (অবিবাহিত পুরুষ)।
• Heifer (বকনা বাছুর) (Feminine gender)
- এর masculine হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।

0
Updated: 2 months ago
Which of the following is a common gender?
Created: 3 weeks ago
A
Mare
B
Sheep
C
Shrew
D
Jew
Sheep is a common gender.
-
Sheep (noun) [Plural: Sheep]
-
English meaning: A farm animal with thick wool that eats grass and is kept for its wool, skin, and meat.
-
Bangla meaning: ভেড়া; মেষ; গড্ডল।
-
সাধারণভাবে পুরুষ (মেষ) ও স্ত্রী (মেষ) উভয়ের জন্য Sheep ব্যবহার করা হয়।
-
-
Common gender:
-
যে সমস্ত শব্দ দ্বারা একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয়ই বোঝানো যায়, তাদের common gender বলা হয়।
-
উদাহরণ: Infant (শিশু), Deer (হরিণ), Student (ছাত্র/ছাত্রী), Lawyer (উকিল), Orphan (এতিম), Parent (মা/বাবা), Spouse (দম্পতি) ইত্যাদি।
-
-
অন্য উদাহরণ:
-
Mare (ঘোটকী) – masculine gender: Horse (ঘোটক)
-
Shrew – বদমেজাজি, কটুভাষী, খাণ্ডারি বা মুখরা রমণী; সাধারণত masculine form নেই
-
Jew (ইহুদি পুরুষ) – feminine gender: Jewess (ইহুদি নারী)
-

0
Updated: 3 weeks ago