দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, ছোট সংখ্যাটি কত?
A
৯৯
B
৯৮
C
১০০
D
১০১
উত্তরের বিবরণ
সমাধান:
ধাপ ১: ধরি দুইটি ক্রমিক সংখ্যা = এবং
ধাপ ২: বর্গের অন্তর:
ধাপ ৩: দেওয়া হয়েছে অন্তর = 199
উত্তর: ৯৯
0
Updated: 1 day ago
০.২ + ০.০৪ + ০.০০৮ + ০.০০১৬ + ............. ধারাটির পঞ্চম পদ কত?
Created: 2 months ago
A
০.৩২
B
০.০৩২
C
০.০০৩২
D
০.০০০৩২
একদম ঠিক সমাধান করেছো ✅
ধারাটি হলো একটি গুণোত্তর ধারা (G.P):
প্রথম পদ ,
সাধারণ অনুপাত ।
সুতরাং ৫ম পদ হবে:
অতএব, ধারাটির ৫ম পদ = 0.00032 ✅
0
Updated: 2 months ago
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 month ago
A
5/11
B
1/2
C
3/5
D
6/11
প্রশ্ন: 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা = 31, 37
আবার,
30 থেকে 40 পর্যন্ত 5 এর গুণিতক সংখ্যা = 30, 35, 40
∴ 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা = 11 টি
মৌলিক সংখ্যা অথবা 5 এর গুণিতক মোট সংখ্যা = (2 + 3) টি = 5টি
∴ সম্ভাবনা = 5/11
0
Updated: 1 month ago
এক ব্যক্তি ঘণ্টায় ৬ কি.মি. বেগে দৌড়ে কোন স্থানে গেলেন এবং ঘণ্টায় ৩ কি.মি. বেগে ফিরে আসলেন। যাত্রাপথে তার গড় গতি কত হবে?
Created: 2 months ago
A
২ কি.মি./ঘণ্টা
B
৩ কি.মি./ঘণ্টা
C
৪ কি.মি./ঘণ্টা
D
৬ কি.মি./ঘণ্টা
হ্যাঁ, পুরো সমাধান ঠিক হয়েছে ✅
রাউন্ড-ট্রিপে গড় গতি = হারমোনিক গড়
দ্রুত যাচাই (ধরি দূরত্ব কি.মি.):
-
যাওয়া: ঘণ্টা
-
ফেরা: ঘণ্টা
-
মোট দূরত্ব: কি.মি., মোট সময়: ঘণ্টা ⇒ কি.মি./ঘণ্টা ✔️
উত্তর: ৪ কি.মি./ঘণ্টা
0
Updated: 2 months ago