The club caters ____ children between the ages of four and twelve.
A
for
B
of
C
with
D
in
উত্তরের বিবরণ
Sentence: The club caters for children between the ages of four and twelve.
Cater for/to: কারও প্রয়োজন বা চাহিদা পূরণ করা।
Bangla meaning: প্রয়োজনীয় জিনিস সরবরাহ বা মনোরঞ্জন করা।
Examples:
-
Cater to his every whim.
-
Cater to racism.
-
Magazines cater to professionals.
-
Stores cater to Japanese tourists.
-
Schools cater for gifted children.
-
Resort caters for the well-off.

0
Updated: 2 months ago
Identify the preposition:
The cat is under the table
Created: 1 month ago
A
under
B
cat
C
table
D
table
• Correct answer: ক) under.
- বাক্যটি হলো - The cat is under the table.
- এখানে under শব্দটি অবস্থান বোঝাচ্ছে, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে আছে।
- যেসব শব্দ অন্য কিছুর সঙ্গে সম্পর্ক বা অবস্থান বোঝায়, সেগুলোকে preposition বলে।
- এই বাক্যে under বিড়াল (cat) ও টেবিল (table)-এর অবস্থানগত সম্পর্ক বোঝাচ্ছে।
- তাই, under-ই এই বাক্যের preposition, অন্য শব্দগুলো noun বা verb.

0
Updated: 1 month ago
Fill in the blank with the correct preposition:
He was accused ___ theft but later found innocent.
Created: 3 weeks ago
A
in
B
for
C
with
D
of
সঠিক উত্তর হলো ঘ) of। শব্দটির ব্যবহার এবং অন্যান্য বিকল্পের ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
accused of → কারো বিরুদ্ধে কোনো অপরাধ, ভুল বা খারাপ কাজের জন্য অভিযোগ আনা বোঝায়।
-
Other prepositions:
-
accused in → সাধারণত কোনো মামলা বা ঘটনার প্রেক্ষাপট বোঝাতে ব্যবহৃত হয় (যেমন accused in the case).
-
accused for → সঠিক নয়; সাধারণ ব্যবহার নয়।
-
accused with → সাধারণত ব্যবহৃত হয় না; শুধু “associated with” ধরনের প্রেক্ষাপটে পাওয়া যায়।
-
accused on → ভুল; অভিযোগ বোঝাতে ব্যবহৃত হয় না।
-
-
Complete Sentence: He was accused of theft but later found innocent.
-
Translation: তিনি চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন কিন্তু পরে নিরপরাধ হিসেবে প্রমাণ হয়।
-
Examples:
-
He was accused of lying.
-
They were accused of corruption.
-

0
Updated: 3 weeks ago
He entered _____ the school through the gate.
Created: 2 weeks ago
A
at
B
with
C
to
D
No preposition
Transitive Verb-এর পরে সাধারণত কোনো Preposition বসে না; এর সঙ্গে সরাসরি Object বসে।
-
কিছু সাধারণ Transitive Verbs: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।
Correct Sentence: He entered the school through the gate.

0
Updated: 2 weeks ago