একটি ক্লাসের ৩০ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে, ৫ জন কোনটিই খেলে না। কতজন উভয় খেলাই খেলে?
A
৩ জন
B
৫ জন
C
৭ জন
D
৯ জন
উত্তরের বিবরণ
সমাধান:
ধাপ ১: মোট ছাত্র = ৩০
কেউ খেলছে না = ৫
অতএব, যারা অন্তত একটি খেলে = ৩০ − ৫ = ২৫
ধাপ ২: ফর্মুলা:
ধাপ ৩: মান বসানো:
উত্তর: ৭ জন
0
Updated: 1 day ago
দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে"। ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের কী হয়?
Created: 1 month ago
A
পিতা
B
ভাই
C
ভাতিজা/ভাগ্নে
D
সন্তান
প্রশ্ন: দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে"। ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের কী হয়?
সমাধান:
রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে।"
• রফিকের মায়ের একমাত্র ছেলে হলো রফিক নিজে।
• তাহলে, ছবির ব্যক্তির পিতা হলো রফিক।
• সুতরাং, ছবির ব্যক্তিটি হলো রফিকের সন্তান।
অতএব, ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের সন্তান হয়।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
K8
B
L10
C
L15
D
K15
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম সারিতে,
A এর পর দ্বিতীয় বর্ণ = C; C এর পর দ্বিতীয় বর্ণ = E
সংখ্যাগুলো, 2 + 4 = 6
দ্বিতীয় সারিতে,
G এর পর দ্বিতীয় বর্ণ = I; I এর পর দ্বিতীয় বর্ণ = K
সংখ্যাগুলো, 3 + 5 = 8
তৃতীয় সারিতে,
M এর পর দ্বিতীয় বর্ণ = O; O এর পর দ্বিতীয় বর্ণ = Q
সংখ্যাগুলো, 5 + 9 = 14
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 2 months ago
A
১২৪
B
৪৮
C
৮৮
D
১৪৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম সারির সংখ্যা গুলোর বর্গ সংখ্যা হলো ২য় সারি। ৩য় সারির কোন কাজ নাই।
৬২ = ৩৬
৮২ = ৬৪
১২২ ১৪৪
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১৪৪ হবে।
0
Updated: 2 months ago