টাকায় ৩টি করে বরই কিনে ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
A
২০%
B
৩০%
C
৪০%
D
৫০%
উত্তরের বিবরণ
সমাধান:
ধাপ ১: ধরি প্রতি বরই-এর ক্রয়মূল্য = ১ টাকা।
সুতরাং ৩টি বরই-এর ক্রয়মূল্য = ৩ × ১ = ৩ টাকা।
ধাপ ২: ২টি বরই বিক্রি করলে বিক্রয়মূল্য = ৩ টাকা (কারণ ৩টি কিনে ২টি বিক্রি করা হচ্ছে)
প্রতি বরই বিক্রয়মূল্য = ৩ ÷ ২ = ১.৫ টাকা
ধাপ ৩: ২টি বিক্রির মোট ক্রয়মূল্য = ২ × ১ = ২ টাকা
মোট বিক্রয়মূল্য = ২ × ১.৫ = ৩ টাকা
ধাপ ৪: লাভ = বিক্রয়মূল্য − ক্রয়মূল্য = ৩ − ২ = ১ টাকা
ধাপ ৫: লাভের শতকরা হার
লাভের শতাংশ=ক্রয়মূল্যলাভ×100=21×100=50%
উত্তর: ঘ) ৫০%
0
Updated: 1 day ago
৫০ এর ২০% এর ১০% = কত?
Created: 1 month ago
A
২
B
১
C
৩
D
১.৫
প্রশ্ন: ৫০ এর ২০% এর ১০% = কত?
সমাধান:
৫০ এর ২০% এর ১০% = ৫০ × (২০/১০০) × (১০/১০০)
= ৫০ × (১/৫) × (১/১০)
= ১
0
Updated: 1 month ago
A machine is sold at a profit of 20%. Had it been sold for Tk. 60 less, there would have been a loss of 20%. What was the cost price?
Created: 2 months ago
A
150 TK.
B
240 TK.
C
260 TK.
D
320 TK.
Question: A machine is sold at a profit of 20%. Had it been sold for Tk. 60 less, there would have been a loss of 20%. What was the cost price?
Solution:
ধরি, মেশিনটির ক্রয়মূল্য = x টাকা
20% লাভে বিক্রয়মূল্য = x + x এর 20%
= x + 20x/100
= 12x/10
20% ক্ষতিতে বিক্রয়মূল্য = x - x এর 20%
= x - 20x/100
= 8x/10
প্রশ্নমতে,
(12x/10) - (8x/10)= 60
⇒ 4x/10 = 60
⇒ 4x = 60 × 10
⇒ x = (60 × 10)/4
∴ x = 150
∴ মেশিনটির ক্রয়মূল্য = 150 টাকা
0
Updated: 2 months ago
বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
Created: 5 months ago
A
১৫টি
B
২০টি
C
২৫টি
D
১৮টি
প্রশ্ন: বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
সমাধান:
ধরি,
প্রশ্নসংখ্যা = ক
সে সঠিক উত্তর দেয় = ক এর ৭৫%
= ক এর ৭৫/১০০
= ৩ক/৪
শর্তমতে,
১৫ + (১/৩)(ক - ২০) = ৩ক/৪
বা, (৪৫ + ক - ২০)/৩ = ৩ক/৪
বা, (ক + ২৫)/৩ = ৩ক/4
বা, ৯ক = ৪ক + ১০০
বা, ৯ক - ৪ক = ১০০
বা, ৫ক = ১০০
∴ ক = ২০
0
Updated: 5 months ago