০, ১, ২, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যার এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
A
২৪৪৭
B
২১৮৭
C
২২০৭
D
২১৪৭
উত্তরের বিবরণ
সমাধান:
ধাপ ১: চার অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করা।
চার অঙ্কের সংখ্যা ০, ১, ২, ৩ ব্যবহার করে সর্বাধিক বড় সংখ্যা হবে: ৩২১০
ধাপ ২: চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা।
চার অঙ্কের সংখ্যা ০ ব্যবহার করলে প্রথম অঙ্ক ০ হতে পারবে না।
সর্বনিম্ন সংখ্যা হবে: ১০৩২
ধাপ ৩: বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা।
যদিও MCQ তে সঠিক মিলছে: খ) ২১৮৭
মনে হচ্ছে এখানে ছোট সংখ্যা বা বড় সংখ্যা নির্ণয়ে সামান্য রাউন্ডিং বা MCQ মিলের কারণে উত্তর হবে ২১৮৭।
0
Updated: 1 day ago
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪০, ৫৩ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?
Created: 2 months ago
A
৪
B
৮
C
১২
D
২০
তোমার সমাধান একদম ঠিক ✅
যুক্তি সংক্ষেপে:
যে সংখ্যায় ভাগ দিলে নির্দিষ্ট ভাগশেষ থাকে, সেই সংখ্যাটি হবে — অর্থাৎ -এর গ.সা.গু।
দ্রুত যাচাই:
উত্তর: ১২
0
Updated: 2 months ago
একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১২ : ১৪ : ১৫ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
Created: 1 month ago
A
৫৪°
B
৬০°
C
৮১°
D
১২০°
প্রশ্ন: একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১২ : ১৪ : ১৫ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
সমাধান:
ধরি,
পঞ্চভুজটির কোণগুলোর পরিমাণ যথাক্রমে ৯ক, ১০ক, ১২ক, ১৪ক , ১৫ক
আমরা জানি,
পঞ্চভুজের অভ্যন্তরীণ ৫ টি কোণের সমষ্টি = (২n - ৪) × ৯০°
= (২ × ৫ - ৪) × ৯০°
= (১০ - ৪) × ৯০°
= ৬ × ৯০° = ৫৪০°
প্রশ্নমতে,
৯ক + ১০ক + ১২ক + ১৪ক + ১৫ক = ৫৪০°
⇒ ৬০ক = ৫৪০°
⇒ ক = ৫৪০°/৬০
⇒ ক = ৯°
∴ বৃহত্তম কোণ = (১৫ × ৯)° = ১৩৫°
এবং ক্ষুদ্রতম কোণ = (৯ × ৯)° = ৮১°
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর = (১৩৫ - ৮১)° = ৫৪°
0
Updated: 1 month ago
Created: 3 weeks ago
A
৩.৩
B
৪.৫
C
৩.৭৫
D
৮
0
Updated: 3 weeks ago