৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
A
২৫%
B
২৮%
C
৩০%
D
৪০%
উত্তরের বিবরণ
প্রশ্নঃ ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
সমাধানঃ
মোট ছাত্র সংখ্যা = ৬০
ফেল করেছে = ৪২
অতএব, পাশ করেছে = ৬০ - ৪২ = ১৮
পাশের হার = (পাশের সংখ্যা ÷ মোট সংখ্যা) × ১০০
= (১৮ ÷ ৬০) × ১০০
= ০.৩ × ১০০
= ৩০%
উত্তরঃ গ) ৩০%
0
Updated: 8 hours ago
সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১০, ১২, ১৮ এবং ২৪ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?
Created: 3 weeks ago
A
১৪৪০
B
৯০০
C
১৬০০
D
৩৬০০
প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১০, ১২, ১৮ এবং ২৪ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?
সমাধান:
১০ = ২ × ৫ = ২১ × ৫১
১২ = ২ × ২ × ৩ = ২২ × ৩১
১৮ = ২ × ৩ × ৩ = ২১ × ৩২
২৪ = ২ × ২ × ২ × ৩ = ২৩ × ৩১
∴ ল.সা.গু. = ২৩ × ৩২ × ৫১ = ৩৬০
পূর্ণবর্গ হওয়ার জন্য প্রতিটি মৌলিক উৎপাদকের ঘাত জোড় হতে হবে।
এখানে ২ এর ঘাত = ৩ (বিজোড়), ৩ এর ঘাত = ২ (জোড়), ৫ এর ঘাত = ১ (বিজোড়)।
∴ এটিকে পূর্ণবর্গ করতে হলে আরও একটি ২ এবং ৫ দিয়ে গুণ করতে হবে।
সুতরাং, নির্ণেয় সর্বনিম্ন গাছের সংখ্যা = ৩৬০ × ২ × ৫ = ৩৬০০
∴ সর্বনিম্ন ৩৬০০টি গাছকে সারিতে ভাগ করে বর্গাকারে রোপণ করা সম্ভব।
0
Updated: 3 weeks ago
Find the greatest number that exactly divides each of the numbers 48, 72, and 108.
Created: 3 weeks ago
A
16
B
9
C
12
D
18
Question: Find the greatest number that exactly divides each of the numbers 48, 72, and 108.
Solution:
We know,
The HCF (Highest Common Factor) of two or more numbers is the greatest number that divides each of them exactly.
Now,
Prime factorization of 48 = 2 × 2 × 2 × 2 × 3
Prime factorization of 72 = 2 × 2 × 2 × 3 × 3
Prime factorization of 108 = 2 × 2 × 3 × 3 × 3
∴ HCF of 48, 72, and 108 = 2 × 2 × 3 = 12
Therefore, the greatest number is 12.
0
Updated: 3 weeks ago
একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
Created: 5 months ago
A
২০২৫ ফুট
B
১৯২৫ ফুট
C
১৯৭৫ ফুট
D
১৮৭৫ ফুট
সমাধান:
ধরি,
লক্ষবস্তুর দূরত্ব = ক মিটার
ক মিটার যেতে বুলেটের সময় লাগে ক/১৫৪০ সেকেন্ড
ক মিটার আসতে শব্দের সময় লাগে ক/১১০০ সেকেন্ড
প্রশ্নমতে,
(ক/১৫৪০) + (ক/১১০০) = ৩
বা, (৫ক + ৭ক)/৭৭০০ = ৩
বা, ১২ক = ৩ × ৭৭০০
বা, ১২ক = ২৩১০০
বা, ক = ২৩১০০/১২
বা, ক = ১৯২৫
অতএব
লক্ষবস্তুর দূরত্ব = ১৯২৫ মিটার
0
Updated: 5 months ago