বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
A
দক্ষিণ সুদান
B
পূর্ব তিমুর
C
সিয়েরালিয়ন
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
দক্ষিণ সুদান পূর্ব-মধ্য আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র, যার সরকারি নাম রিপাবলিক অব সাউথ সুদান। স্বাধীনতার আগে এর নাম ছিল সাউদার্ন সুদান। দেশটির বর্তমান রাজধানী জুবা, যা একই সঙ্গে দেশের বৃহত্তম শহর হিসেবেও পরিচিত। দক্ষিণ সুদান প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এবং এর ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো শ্বেতনীল নদ ও তার সৃষ্ট বিশাল জলাভূমি অঞ্চল, যা স্থানীয়ভাবে ‘বার আল জাবাল’ নামে পরিচিত।
-
সরকারি নাম: Republic of South Sudan
-
পূর্বের নাম: Southern Sudan
-
অবস্থান: পূর্ব-মধ্য আফ্রিকা
-
রাজধানী: জুবা
-
বৃহত্তম শহর: জুবা
-
প্রাকৃতিক বৈশিষ্ট্য: শ্বেতনীল নদের সৃষ্টি বিশাল জলাভূমি অঞ্চল
-
জলাভূমির স্থানীয় নাম: বার আল জাবাল (Bahr al Jabal)
0
Updated: 1 day ago