২−৫−১২−১৯ ........... ধারাটির ১২তম পদ?
A
−৬০
B
−৬৫
C
−৭০
D
−৭৫
উত্তরের বিবরণ
সমাধান:
ধারা: ২, −৫, −১২, −১৯, …
ধাপ ১: ধারার সাধারণ রূপ খুঁজে বের করা।
প্রথম ধাপগুলোর পার্থক্য:
−৫ − ২ = −৭
−১২ − (−৫) = −৭
−১৯ − (−১২) = −৭
সুতরাং এটি একটি গাণিতিক ধারা যেখানে সাধারণ পার্থক্য ।
ধাপ ২: গাণিতিক ধারার -তম পদ সূত্রে নির্ণয় করা।
এখানে , ,
0
Updated: 1 day ago
কোনো সংখ্যার দুই-পঞ্চমাংশ এবং এক-দশমাংশের পার্থক্য ৪.৫ হলে সংখ্যাটি কত?
Created: 3 weeks ago
A
১৫
B
২৫
C
৩৫
D
৭৫
প্রশ্ন: কোনো সংখ্যার দুই-পঞ্চমাংশ এবং এক-দশমাংশের পার্থক্য ৪.৫ হলে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(২ক/৫) - (ক/১০) = ৪.৫
⇒ (৪ক - ক)/১০ = ৪.৫
⇒ ৩ক/১০ = ৪.৫
⇒ ৩ক = ৪.৫ × ১০
⇒ ৩ক = ৪৫
⇒ ক = ৪৫/৩
⇒ ক = ১৫
∴ নির্ণেয় সংখ্যাটি হলো ১৫
0
Updated: 3 weeks ago
(১৯X১০)-(২৩৫+৩৩৫)+(৩৪২+১২৮) = কত?
Created: 3 hours ago
A
১২০
B
১৩০
C
৯০
D
১৮০
সমাধান:
১. প্রথমে গুণ করি:
২. প্রথম বন্ধনীর যোগফল করি:
৩. দ্বিতীয় বন্ধনীর যোগফল করি:
৪. মূল সমীকরণে বসাই:
৫. ধাপে ধাপে করি:
উত্তর: গ) ৯০
0
Updated: 3 hours ago
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
Created: 1 week ago
A
৯ বছর
B
১৪ বছর
C
১৫ বছর
D
১৮ বছর
0
Updated: 1 week ago