একটি ভগ্নাংশটি ক্ষুুদ্রতম?
A
১১/১৪
B
৫/৬
C
১২/১৫
D
১৭/২১
উত্তরের বিবরণ
সমাধান:
সব ভগ্নাংশকে দশমিক আকারে রূপান্তর করি—
এদের মধ্যে সর্বনিম্ন মান = 0.7857
অর্থাৎ, ক্ষুদ্রতম।
উত্তর: ক) ১১/১৪
0
Updated: 1 day ago
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
Created: 3 weeks ago
A
৫/৮
B
২/৩
C
৩/৪
D
৭/৮
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
সমাধান:
প্রতিটি ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করি:
৫/৮ = ০.৬২৫
২/৩ = ০.৬৬৬........
৩/৪ = ০.৭৫
৭/৮ = ০.৮৭৫
∴ তুলনা করলে দেখা যায়,
৭/৮ > ৩/৪ > ২/৩ > ৫/৮
∴ ৭/৮ ভগ্নাংশটি সবচেয়ে বড়।
0
Updated: 3 weeks ago
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে (১/৪) যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?
Created: 3 months ago
A
৭/৯
B
৯/১১
C
১১/১৩
D
১৩/১৫
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে (১/৪) যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?
সমাধান:
লব ক
হর ক + ২,
ভগ্নাংশটি ক/(ক + ২)
প্রশ্নমতে,
(ক - ৩)/(ক + ২ - ৩) + (১/৪) = ১
(ক - ৩)/(ক - ১) + (১/৪) = ১
(ক - ৩)/(ক - ১) = ১ - (১/৪)
(ক - ৩)/(ক - ১) = (৪ - ১)/৪
(ক - ৩)/(ক - ১) = ৩/৪
৪ক - ১২ = ৩ক - ৩
৪ক - ৩ক = ১২ - ৩
ক = ৯
অতএব
ভগ্নাংশটি ৯/(৯ + ২) = ৯/১১
0
Updated: 3 months ago
দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৪। সংখ্যাদ্বয়ের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল ৪৫ হলে, বড় সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
৩
B
৫
C
৯
D
১৫
সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ক ও (ক + ৪)
প্রশ্নমতে,
দুইটি সংখ্যার গুণফল = এদের ল. সা .গু × গ. সা .গু
⇒ ক(ক + ৪) = ৪৫
⇒ ক২ + ৪ক - ৪৫ = ০
⇒ ক২ + ৯ক - ৫ক - ৪৫ = 0
⇒ ক(ক + ৯) - ৫ ( ক + ৯) = 0
⇒ (ক + ৯)(ক - ৫) = ০
⇒ ক = - ৯ , ৫ [- ৯ গ্রহনযোগ্য নয়]
সুতরাং, ছোট সংখ্যাটি = ৫
বড় সংখ্যাটি = (৫ + ৪) = ৯
0
Updated: 1 month ago