যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাপ ৩০° ও ৬০° সেটি কোন ধরনের ত্রিভুজ?
A
সমবাহু
B
সমদ্বিবাহু
C
সূক্ষ্মকোণী
D
সমকোণী
উত্তরের বিবরণ
সমাধান:
ত্রিভুজের তিন কোণের যোগফল = ১৮০°
অতএব, তৃতীয় কোণ = ১৮০° − (৩০° + ৬০°)
= ১৮০° − ৯০°
= ৯০°
অর্থাৎ, ত্রিভুজটির এক কোণ ৯০°।
সুতরাং, এটি একটি সমকোণী ত্রিভুজ।
0
Updated: 1 day ago
ABCD রম্বসের ∠B = 80° হলে, ∠C = কত?
Created: 2 days ago
A
120°
B
70°
C
80°
D
100°
সমাধান:
রোম্বাস হলো একটি বিশেষ ধরণের চতুর্ভুজ যেখানে সব বাহুর দৈর্ঘ্য সমান। রোম্বাসের বৈশিষ্ট্য অনুযায়ী বিপরীত কোণ সমান হয় এবং যে কোনো দুটি সংলগ্ন কোণের যোগফল 180° হয়।
-
এখানে ∠B = 80° দেওয়া আছে।
-
যেহেতু ∠B এবং ∠C সংলগ্ন কোণ, তাই তাদের যোগফল 180°:
∠B + ∠C = 180° -
∠C = 180° - ∠B
-
∠C = 180° - 80°
-
∠C = 100°
অতএব, ∠C = 100°, যা সঠিক উত্তর
0
Updated: 2 days ago
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
Created: 2 months ago
A
৪ মিটার
B
৮ মিটার
C
৪√৩ মিটার
D
১২ মিটার
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = ১৬√৩ বর্গমিটার
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)২
প্রশ্নমতে,
(√৩/৪) × (বাহু)২ = ১৬√৩
⇒ (বাহু)২ = (১৬√৩ × ৪)/√৩
⇒ (বাহু)২ = ৬৪
⇒ বাহু = ৮ [ বর্গমূল করে ]
0
Updated: 2 months ago
ত্রিভুজের মধ্যমার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Created: 2 months ago
A
ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে
B
মধ্যমা পরস্পরকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে
C
যে কোনো মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে তিন ভাগে ভাগ করে
D
তিনটি মধ্যমা সমান হলে সমবাহু ত্রিভুজ গঠিত হয়
প্রশ্ন: ত্রিভুজের মধ্যমার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
সমাধান:
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে মধ্যমা বলা হয়।
• ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে।
• এগুলো সমবিন্দু।
• মধ্যমা পরস্পরকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।
• যে কোনো মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দুইভাগে বিভক্ত করে।
• মধ্যমা তিনটি সমান হলে সমবাহু ত্রিভুজ গঠিত হয়।
0
Updated: 2 months ago