বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ কোনটি?
A
আর্জেন্টিনা
B
ইতালি
C
জার্মানী
D
ফ্রান্স
উত্তরের বিবরণ
২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ায়, যেখানে ফ্রান্স বিজয়ী এবং ক্রোয়েশিয়া রানারআপ হয়। এটি ছিল ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়, প্রথমটি আসে ১৯৯৮ সালে নিজস্ব মাটিতে।
-
ফাইনাল ম্যাচের ফলাফল: ফ্রান্স ৪ – ২ ক্রোয়েশিয়া
-
স্থান: লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
-
তারিখ: ১৫ জুলাই ২০১৮
-
ফ্রান্স দলের অধিনায়ক: হুগো লরিস
-
ক্রোয়েশিয়ার অধিনায়ক: লুকা মদ্রিচ (যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন)
-
গোলদাতা: অঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, মারিও মানজুকিচ (আত্মঘাতী গোল), পল পগবা
-
বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল প্রথমবারের মতো ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠা।
-
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কাতারে, যা ছিল ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে আয়োজিত বিশ্বকাপ।
-
কাতার বিশ্বকাপের সময়কাল ছিল ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২, যা প্রচলিত জুন-জুলাইয়ের পরিবর্তে শীতকালে আয়োজন করা হয় গরমের কারণে।
0
Updated: 1 day ago
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
Created: 3 months ago
A
পেলে
B
জিদান
C
বেকেনবাওয়ার
D
ম্যারাডোনা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার পেলে।
উল্লেখ্য,
- ২৫তম বিসিএস ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
- তখন-এর সময় বিবেচনায় পেলে-কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
- তবে বর্তমানের প্রাসঙ্গিক হলে উত্তর হবে মেসি।
উৎস: Goal.com
0
Updated: 3 months ago
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -
Created: 3 months ago
A
আর্জেন্টিনা
B
ব্রাজিল
C
ইতালি
D
ফ্রান্স
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
ফিফা বিশ্বকাপ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
ফিফা বিশ্বকাপ হলো একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যেখানে ফিফা-এর অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের পুরুষ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করে।
-
বিশ্বকাপের আয়োজন প্রথমবার হয় ১৯৩০ সালে উরুগুয়েতে।
-
১৯৪২ ও ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি।
-
সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০২২ সালে কাতারেতে।
-
এ পর্যন্ত মোট ২২টি বিশ্বকাপ আসর হয়েছে।
-
২০২২ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ শিরোপা জয়ী দেশগুলো:
-
মোট ৮টি দেশ বিশ্বকাপ ট্রফি জিতেছে।
বিশ্বকাপে শীর্ষস্থানীয় চ্যাম্পিয়নদের তালিকা:
১. ব্রাজিল – ৫ বার চ্যাম্পিয়ন,
২. জার্মানি ও ইতালি – প্রত্যেকে ৪ বার,
৩. আর্জেন্টিনা – ৩ বার,
৪. উরুগুয়ে ও ফ্রান্স – ২ বার করে,
৫. ইংল্যান্ড ও স্পেন – ১ বার করে।
তথ্যের উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে -
Created: 1 month ago
A
দুবাই
B
সিউল
C
কাতার
D
বার্লিন
ফুটবল বিশ্বকাপ ২০২২
-
আয়োজক দেশ: কাতার
-
বিশ্বকাপের আসর: ২২তম
-
সময়কাল: ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২
-
অংশগ্রহণকারী দেশ: ৩২টি
-
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (তৃতীয়বারের মতো জয়)
-
রানার্স আপ: ফ্রান্স
-
গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি (আর্জেন্টিনা)
-
সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি গোল)
-
গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
-
সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
-
টুর্নামেন্টের সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিল বনাম সার্বিয়া)
-
বিশেষ ঘটনা: এই বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি মাঠে নেতৃত্ব দেন
উৎস:
FIFA ওয়েবসাইট
0
Updated: 1 month ago