Who is Elizabeth Bennet’s eldest sister?
A
Jane
B
Lydia
C
Mary
D
Kitty
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is the final resolution of the novel?
Created: 1 month ago
A
Lydia reforms completely
B
Darcy marries Caroline
C
Elizabeth and Darcy marry
D
Wickham gains wealth
উপন্যাসের সব দ্বন্দ্ব শেষে Elizabeth Darcy-এর দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করে। তাদের বিয়ে Pride ও Prejudice উভয়ের জয়। পাশাপাশি Jane–Bingley-এর বিয়েও ঘটে। Austen উপন্যাসের শেষাংশে দেখান—প্রেম ও আত্মসংশোধনের মাধ্যমে সামাজিক বাধা অতিক্রম করা যায়। এভাবেই সুখী সমাপ্তি ঘটে।

0
Updated: 1 month ago
Why does Elizabeth reject Mr Collins’ proposal in Pride and Prejudice?
Created: 2 weeks ago
A
She values love and personal choice over financial security
B
She fears moving to a new house
C
She dislikes reading books
D
She wants to live alone forever
Elizabeth জানেন যে Mr. Collins-এর প্রস্তাব সামাজিক ও আর্থিকভাবে নিরাপদ। তবে তিনি ভালোবাসা এবং ব্যক্তিগত পছন্দকে অর্থের চেয়ে বেশি গুরুত্ব দেন।
Austen দেখিয়েছেন যে, নারী স্বাধীনতা এবং ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব সমাজের অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে থাকা সত্ত্বেও অপরিসীম। Elizabeth-এর চরিত্র আধুনিক নারীর প্রতীক।

0
Updated: 2 weeks ago
Who wrote "Mansfield Park"?
Created: 3 weeks ago
A
Jane Austen
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
Mansfield Park ও Jane Austen
-
Mansfield Park হলো Jane Austen-এর লেখা একটি উপন্যাস।
-
প্রকাশিত হয় 1814 সালে।
-
এটি Jane Austen-এর সবচেয়ে গুরুগম্ভীর ও সিরিয়াস উপন্যাস হিসেবে বিবেচিত।
সার-সংক্ষেপ:
-
কেন্দ্রীয় চরিত্র: Fanny Price, এক তরুণী যিনি কিছুটা অন্তর্মুখী স্বভাবের।
-
Fanny-কে তার পরিবার ধনী আত্মীয় Bertram family-এর কাছে পাঠায়।
-
কিশোরী Fanny-এর প্রতি পরিবারের কিছু সদস্যের আচরণ প্রাথমিকভাবে রুঢ়।
-
শেষপর্যন্ত তার অবিচল ব্যক্তিত্ব ও নৈতিকতা সকলকে মুগ্ধ করে, এবং পরিবার তাকে সমাদরে গ্রহণ করে।
-
Fanny Price-এর বিয়ে হয় Edmund Bertram-এর সাথে।
Jane Austen (1775–1817):
-
একজন English novelist, যিনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে চমৎকারভাবে উপস্থাপন করেছিলেন।
-
তার উপন্যাসগুলো “Novel of Manners” ধারার অন্যতম নির্ধারক।
-
মৃত্যুর পরও তার রচনা দুই শতাব্দীর বেশি সময় ধরে সমালোচক ও পাঠকের প্রশংসা কুড়াচ্ছে।
উল্লেখযোগ্য রচনা:
-
Sense and Sensibility, Pride and Prejudice, Mansfield Park, Emma, Persuasion, Northanger Abbey ইত্যাদি।

0
Updated: 3 weeks ago