I wish if I ____ a lawyer.
A
was
B
were
C
am
D
none
উত্তরের বিবরণ
এই নিয়মটি মূলত Subjunctive Mood বা কল্পনামূলক অবস্থা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে as if, as though, wish ইত্যাদি শব্দের পরে বাক্যটি বাস্তব নয়, বরং কল্পনা বা অবাস্তব অবস্থাকে বোঝায়। সেই কারণে to be verb সবসময় were হয়, আর অন্য ক্রিয়াগুলো past form নেয়। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হলো—
-
As / If / Though / Wish ইত্যাদি শব্দ কল্পনা, ইচ্ছা বা অবাস্তবতা প্রকাশ করে।
-
এসব ক্ষেত্রে যদি to be verb (am, is, are) আসে, সেটি were হবে— এমনকি একবচন বিষয় থাকলেও।
যেমন—-
I wish I were a bird.
-
He talks as if he were rich.
-
-
কিন্তু যদি অন্য কোনো verb (go, play, eat, etc.) আসে, তবে তা সাধারণত past tense নেয়।
যেমন—-
I wish I knew the answer.
-
She speaks as if she saw a ghost.
-
অতএব, এই গঠনগুলোতে “to be verb → were” এবং “অন্য verb → past form” হওয়াই ব্যাকরণগতভাবে সঠিক নিয়ম।
0
Updated: 1 day ago
She wore a dress _____ color matched her eyes.
Created: 2 weeks ago
A
that
B
whose
C
which
D
where
সঠিক উত্তর হলো She wore a dress whose color matched her eyes.
বাংলা অর্থ: সে এমন একটি পোশাক পরেছিল যার রঙ তার চোখের সঙ্গে মিলেছিল।
– Relative Pronoun ব্যবহার করা হয় দুটি বাক্যকে সংযুক্ত করার জন্য, যেমন who, which, what, whose, whom, that ইত্যাদি
– প্রথম অংশের অর্থ: She wore a dress — সে একটি পোশাক পরেছিল
– দ্বিতীয় অংশের অর্থ: The color of the dress matched her eyes — পোশাকটির রঙ তার চোখের সঙ্গে মিলেছিল
– এই দুটি অংশ একত্র করতে হলে relative pronoun বসাতে হবে, কারণ দ্বিতীয় অংশটি প্রথম অংশের noun (dress)-এর সঙ্গে সম্পর্কিত
– এখানে “রঙ কার বা কীসের?”— এই প্রশ্নের উত্তর হলো dress-এর, তাই possessive form of relative pronoun, অর্থাৎ whose ব্যবহার করা হয়েছে
– ফলে বাক্যটি সম্পূর্ণ ও অর্থবোধক হয়েছে: She wore a dress whose color matched her eyes.
0
Updated: 2 weeks ago
She agreed to ______ her friend with the project.
Created: 4 weeks ago
A
help
B
helping
C
helped
D
be help
কিছু verb আছে যেগুলোর পরে আরেকটি verb ব্যবহার করতে হলে infinitive (to + verb) ব্যবহার করতে হয় এবং এই ক্ষেত্রে verb + ing ব্যবহার করা যায় না।
-
যেসব verb এর সাথে infinitive ব্যবহার হয়:
-
agree
-
want
-
arrange
-
decide
-
demand
-
require
-
forget
-
propose
-
manage
-
refuse
-
ask
-
ইত্যাদি
-
-
Correct Answer উদাহরণ: She agreed to help her friend with the project.
0
Updated: 4 weeks ago
Usually, he doesn't mind _____ out with the cooking, but he is not going to wash the dishes.
Created: 1 month ago
A
help
B
for helping
C
to help
D
helping
Complete sentence: সাধারণত, তিনি রান্নায় সাহায্য করতে আপত্তি করেন না, কিন্তু তিনি বাসন ধোবেন না।
-
mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
-
mind এর পরে ক্রিয়ার মূল রূপে 'ing' যোগ করতে হয়।
-
Structure: Subject + mind + verb+ing + object
-
-
উদাহরণ:
-
Do you mind me smoking?
-
Would you mind turning your radio down a little, please?
-
-
এছাড়াও worth, cannot help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াটি present form + ing আকারে ব্যবহৃত হয়।
Source:
0
Updated: 1 month ago