Which one is plural number?
A
school
B
vegetables
C
oxen
D
spectacles
উত্তরের বিবরণ
School শব্দের অর্থ বিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে। Vegetables শব্দটি দ্বারা বোঝায় শাকসবজি, যা মানুষের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। Spectacles শব্দের অর্থ চশমা, যা চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে ব্যবহৃত হয়। আর Oxen শব্দটি Ox শব্দের বহুবচন, যার অর্থ ষাঁড়গুলো।
-
School: এটি একটি বিশেষ্য (noun) শব্দ, যার অর্থ শিক্ষাগ্রহণের স্থান। উদাহরণ: I go to school every day.
-
Vegetables: এটি বহুবচন বিশেষ্য, যার একবচন vegetable। উদাহরণ: We eat fresh vegetables every day.
-
Spectacles: এটি সর্বদা বহুবচন রূপে ব্যবহৃত হয়, কারণ চশমার দুটি কাচ থাকে। উদাহরণ: He wears spectacles to read books.
-
Oxen: এটি ox শব্দের অনিয়মিত বহুবচন (irregular plural)। উদাহরণ: Two oxen are pulling the cart.
0
Updated: 1 day ago
Fill in the gap with the right tense:
If you ___ metal, it expands.
Created: 2 months ago
A
will heat
B
heats
C
heat
D
heated
Zero Conditional
• Complete Sentence:
-
English: If you heat metal, it expands.
-
Bangla: যদি তুমি ধাতু গরম কর, তা বৃদ্ধি পায়।
• Explanation:
-
Zero Conditional সাধারণত ব্যবহার করা হয়:
-
চিরন্তন/সাধারণ সত্য প্রকাশ করতে
-
বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বোঝাতে
-
-
এই ক্ষেত্রে দুটি clause Present Indefinite Tense-এ থাকে।
• Structure of Zero Conditional:
-
If + Present Simple, Present Simple
• Example Explanation:
-
প্রশ্নোক্ত বাক্যটি একটি বৈজ্ঞানিক সত্য।
-
তাই সঠিক ফর্ম: heat
• Conditional Sentence Components:
-
Condition / শর্ত — যদি ধাতু গরম হয়
-
Consequence / ফলাফল — তা বৃদ্ধি পায়
• Types of Conditional Sentences:
-
Zero Conditional
-
First Conditional
-
Second Conditional
-
Third Conditional
0
Updated: 2 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
My wife reminded me to go my appointment.
B
My wife reminded me of my appointment.
C
My wife reminded me to my appointment.
D
My wife reminded me my appointment.
Correct sentence: My wife reminded me of my appointment.
Remind someone of something/someone (phrasal verb)
-
English Meaning: To be similar to, and make someone think of, something or someone else
-
Bangla Meaning: স্মরণ/মনে করিয়ে দেওয়া
Examples:
-
This song reminds me of our wedding day.
-
Your hair and eyes remind me of your mother.
উৎস:
0
Updated: 1 month ago
Fill in the blank with the right form of verb:
I stopped _____ him last year.
Created: 1 month ago
A
saw
B
to see
C
seeing
D
see
Complete sentence: I stopped seeing him last year.
Bangla meaning: আমি গত বছর তার সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছি।
-
Stop (verb):
-
Stop এর পরে gerund (-ing form) এবং infinitive (to + verb) দুটিই বসতে পারে, তবে অর্থ অনুযায়ী ব্যবহৃত হয়।
-
-
Stop + gerund:
-
অর্থ: কোনো কাজ সম্পূর্ণভাবে বন্ধ করা বা অভ্যাস শেষ করা।
-
Example: I stopped seeing him last year.
-
এখানে "last year" ইঙ্গিত দেয় যে দেখা করার অভ্যাস স্থায়ীভাবে শেষ হয়েছে, তাই gerund (seeing) ব্যবহার হয়েছে।
-
-
শূন্যস্থানে সঠিক শব্দ: seeing
-
-
Stop + infinitive:
-
অর্থ: ভ্রমণের সময় বা কোনো কার্যকলাপের সময় অল্প সময়ের জন্য বিরতি নেওয়া।
-
Example: I stopped to see him on my way back.
-
এখানে কাজটি সম্পূর্ণ বন্ধ হয়নি, বরং অল্প বিরতির উদ্দেশ্যে দেখা করা হয়েছে।
-
-
-
দ্রষ্টব্য: Stop এর পরে bare infinitive (see) বা past form (saw) ব্যবহার করা হয় না।
0
Updated: 1 month ago