Camouflage means -
A
disappear
B
undercover
C
disguise
D
none
উত্তরের বিবরণ
এই দুটি ইংরেজি শব্দের অর্থ কাছাকাছি হলেও প্রয়োগে পার্থক্য রয়েছে। Camouflage মূলত পরিবেশের সঙ্গে মিশে গিয়ে দৃষ্টিকে ধোঁকা দেওয়ার কৌশল বোঝায়, আর Disguise বোঝায় নিজের আসল পরিচয় গোপন রাখার জন্য ছদ্মবেশ ধারণ করা। নিচে বিশ্লেষণ দেওয়া হলো—
-
Camouflage: এমন এক রকম সাজ বা রঙ ব্যবহার, যাতে কেউ বা কিছু চারপাশের পরিবেশের সঙ্গে মিশে গিয়ে চোখে না পড়ে। সাধারণত প্রাণীজগৎ ও সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন— সৈন্যরা শত্রুর চোখে ধোঁকা দিতে পোশাকের রঙে পরিবেশের সঙ্গে মিল রাখে।
-
Disguise: নিজের আসল রূপ, পরিচয় বা উদ্দেশ্য গোপন করার জন্য ছদ্মবেশ ধারণ করা। এটি পোশাক, মুখোশ বা আচরণের মাধ্যমে হতে পারে। যেমন— কেউ অপরাধ এড়াতে নিজের চেহারা ও পোশাক পরিবর্তন করে।
দুই ক্ষেত্রেই উদ্দেশ্য একই— দৃষ্টিকে বিভ্রান্ত করা, তবে Camouflage প্রকৃতির বা পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য, আর Disguise ব্যক্তি বা পরিচয় গোপন রাখার জন্য ব্যবহৃত হয়।
0
Updated: 1 day ago
‘The French’ refers to -
Created: 1 week ago
A
The French people
B
The French language
C
The French manners
D
The French society
0
Updated: 1 week ago
The expression 'take into account' means-
Created: 2 months ago
A
count numbers
B
consider
C
think seriously
D
asses
Take something into account
English Meaning: consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
'To nurse a grudge' means-
Created: 2 months ago
A
To take care of the sick
B
To forget a harm done
C
To become a friend to someone
D
To hold unfriendly feelings
To Nurse a Grudge
• Answer:
-
ঘ) To hold unfriendly feelings
• Meaning:
-
English: If you have or bear a grudge against someone, you have unfriendly feelings towards them because of something they did in the past.
-
Bangla: মনে ক্ষোভ পুষে রাখা
• Example Sentence:
-
English: She is just so forgiving—I don't think she's ever nursed a grudge in her life!
-
Bangla: সে এতটাই ক্ষমাশীল—আমার মনে হয় না সে জীবনে কখনও ক্ষোভ পুষে রেখেছে!
Source:
-
Collins Dictionary
0
Updated: 2 months ago