Who wrote The Love Song of J. Alfred Prufrock?
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।

0
Updated: 1 month ago
What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।

1
Updated: 1 month ago
What figure is described with “pearls that were his eyes” in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
Drowned sailor
B
Fisher King
C
Eugenides
D
Tiresias
“Those are pearls that were his eyes” লাইনটি The Tempest থেকে উদ্ধৃত, যা ডুবে যাওয়া নাবিককে বোঝায়। Eliot এটি "The Waste Land" কবিতায় ব্যবহার করেছেন মৃত্যু ও রূপান্তরের প্রতীক হিসেবে। মৃত শরীর সৌন্দর্যে রূপ নেয়, কিন্তু জীবনের অনুপস্থিতি ভয়াবহ থাকে।

0
Updated: 2 weeks ago