A
The mayor, together with the council members, were addressing the public.
B
The mayor, together with the council members, are addressing the public.
C
The mayor, together with the council members, is addressing the public.
D
The mayor, together with the council members, have been addressing the public.
উত্তরের বিবরণ
• Correct sentence: The mayor, together with the council members, is addressing the public.
- Bangla Meaning: মেয়র, কাউন্সিল সদস্যদের সঙ্গে মিলেমিশে, জনসাধারণকে সম্বোধন করছেন।
• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/pronoun টি plural হলে verb টি plural হবে।
• যেমন: The mayor, together with the council members, is addressing the public.
- এখানে প্রথম subject - The mayor হচ্ছে singular, তাই verb টিও singular (is) হবে।

0
Updated: 4 weeks ago
In spite of my requests, he did not _____ .
Created: 1 month ago
A
give in
B
fall in
C
get off
D
give forth
পূর্ণ বাক্য:
Despite my repeated requests, he refused to give in.
বাংলা অর্থ:
আমার অনুরোধ সত্ত্বেও সে হাল না দিয়ে সম্মতি দেয়নি।
Give in [phrasal verb — give এর সাথে]:
-
ইংরেজি অর্থ: To admit defeat and agree to stop resisting or fighting.
-
বাংলা অর্থ: পরাজিত স্বীকার করে আত্মসমর্পণ করা।
অন্যান্য বিকল্প:
-
Fall in — সারিতে দাঁড়ানো বা ভেঙে পড়া।
-
Get forth — নির্গত হওয়া বা প্রকাশ করা।
-
Get off — নেমে আসা, যাত্রা শুরু করা, সরিয়ে ফেলা।
-
Give forth — প্রকাশ করা বা কোনো কিছু উৎপন্ন করা।
বাক্যের প্রেক্ষিতে “give in” সঠিক অর্থবোধক হওয়ায় সঠিক উত্তর হল ‘ক’।
তথ্যের উৎস:
১। বাংলার এক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।
২। ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 1 month ago
Rishan walks as if he ____ lame.
Created: 4 weeks ago
A
is
B
had been
C
has
D
were
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 4 weeks ago
Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative from among the four choices given:- Parliamentary democracy demands discipline and _____ to the rules.
Created: 4 weeks ago
A
adherence
B
respectful
C
knowledge
D
awareness
শূন্যস্থানে সঠিক উত্তর: adherence
-
পূর্ণ বাক্য: Parliamentary democracy demands discipline and adherence to the rules.
-
বাংলা অর্থ: সংসদীয় গণতন্ত্র শৃঙ্খলা ও নিয়ম মানার দাবি করে।
• adherence (noun) এর অর্থ
-
ইংরেজি অর্থ: কোনো ব্যক্তি, মতবাদ বা নীতির প্রতি দৃঢ়তা বা অঙ্গীকার।
-
বাংলা অর্থ: আনুগত্য, বিশ্বস্ততা, মেনে চলা।
-
উদাহরণ বাক্য: Ceremony implies honor, and honor implies adherence to traditions.
অর্থ: আনুষ্ঠানিকতা সম্মান বোঝায়, আর সম্মান বোঝায় ঐতিহ্যের প্রতি আনুগত্য।
• কেন adherence সঠিক উত্তর?
-
বাক্যটিতে and এর আগে একটি noun (discipline) আছে। তাই and-এর পরে আরেকটি noun দরকার, যেটি adherence।
-
অর্থের দিক থেকেও শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা বোঝাতে adherence সবচেয়ে উপযুক্ত।
• বাকি অপশনগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা:
-
খ) respectful → adjective (বিশেষণ), মানে: সশ্রদ্ধ।
-
গ) knowledge → noun (বিশেষ্য), মানে: জ্ঞান, অভিজ্ঞতা।
-
ঘ) awareness → uncountable noun, মানে: সচেতনতা, সতর্কতা।
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary

0
Updated: 4 weeks ago