Which one is correct?
A
It is quarter past ten
B
It is quarter minutes past ten
C
It is fifteen past ten
D
It is teen fifteen
উত্তরের বিবরণ
বাক্যের অর্থ হলো এখন সময় সোয়া দশটা, অর্থাৎ ১০টা বেজে ১৫ মিনিট। এখানে “সোয়া” শব্দটি সময়ের অতিরিক্ত পৌনে, আধা, সোয়া, দেড় ইত্যাদি রূপের একটি, যা ঘন্টা বা সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে সময়ের নির্দিষ্ট অংশ বোঝাতে ব্যবহৃত হয়।
-
“সোয়া দশটা” = ১০ টার পর অতিরিক্ত ১৫ মিনিট।
-
অর্থাৎ সময় এখন ১০টা ১৫ মিনিট।
-
উদাহরণ: “সোয়া বারোটা” মানে ১২টা বেজে ১৫ মিনিট।
0
Updated: 1 day ago
Identify the correct sentence.
Created: 2 months ago
A
She cried as if she had lost her only friend.
B
She cried as if she lost her only friend.
C
She cried as if she losted her only friend.
D
She cried as if she losts her only friend.
Complete sentence:
She cried as if she had lost her only friend.
ব্যাখ্যা:
Rule:
যদি as if / as though এর আগে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরে Past Perfect Tense ব্যবহার হয়।
উদাহরণ: She cried as if she had lost her only friend.
যদি আগে Present Indefinite Tense থাকে, তাহলে এর পরে Past Indefinite Tense হয়। Be verb হলে সবসময় were হয়।
উদাহরণ: He talks as if he were a leader.
ভুল উদাহরণ:
খ) She cried as if she lost her only friend → simple past, unreal past context-এ ভুল।
গ) She cried as if she losted her only friend → “losted” ভুল, past tense হলো lost।
ঘ) She cried as if she losts her only friend → present tense, ভুল।
Source:
A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Cambridge Grammar of English.
0
Updated: 2 months ago
Choose the correct spelling
Created: 1 month ago
A
Illustretion
B
Illustration
C
Illostration
D
Ilustration
সঠিক বানান হলো Illustration (Noun)। শব্দটির অর্থ হলো কোনো বই, ম্যাগাজিনে বা বোঝানোর জন্য ব্যবহৃত চিত্র বা অঙ্কন।
-
English Meaning: A drawing or picture in a book, magazine, for decoration or to explain something.
-
Bangla Meaning: সচিত্রীকরণ; নিদর্শন।
-
Example Sentence: Her drawing was a perfect illustration of the concept.
-
Bangla Meaning: তার অঙ্কনটি ধারণাটির একটি নিখুঁত চিত্রায়ন ছিল।
-
0
Updated: 1 month ago
Which of the following sentences is grammatically correct?
Created: 1 month ago
A
One should take care of his health.
B
Ten kilometers are too far to walk.
C
The furniture in the living room needs to be cleaned regularly.
D
Every students are present at today.
সঠিক বাক্য হলো The furniture in the living room needs to be cleaned regularly. কারণ furniture একটি uncountable noun, তাই এর Plural form নেই এবং এটি Singular verb গ্রহণ করে।
-
উল্লিখিত অন্যান্য ব্যাখ্যা:
-
(ক) his এর পরিবর্তে one's ব্যবহার করা হয়, কারণ One এর Possessive case হলো one's।
-
(খ) একক সমষ্টি বুঝাতে যেমন সময়, দূরত্ব, অর্থ—যদি Plural দেখায় তবুও Singular verb ব্যবহার হয়। উদাহরণ: Ten kilometers is a long distance.
-
(ঘ) Every + Singular Noun একত্রিত হলে এটি একটি Singular Subject তৈরি করে, তাই Verb ও Singular হয়।
-
0
Updated: 1 month ago