The antonym of 'belittle' is-
A
despise
B
glorify
C
pacify
D
undermine
উত্তরের বিবরণ
Answer: খ) glorify
The word ‘belittle’ means to make someone or something seem unimportant.
Its opposite, or antonym, is ‘glorify’, which means to praise or honor someone.
When you belittle, you reduce value; when you glorify, you increase value.
How to remember:
-
Belittle = make small, show less importance.
-
Glorify = show great importance, praise highly.
Examples:
-
Teachers should glorify students’ hard work.
-
Do not belittle anyone’s effort.
Key point for students:
Antonyms are words with opposite meanings.
Here, the opposite of making small (belittle) is praising highly (glorify).
0
Updated: 1 day ago
Choose the antonym of Fastidious:
Created: 1 month ago
A
Careless
B
Pleasant
C
Creative
D
Enervate
Fastidious – অর্থ হলো খুঁতখুঁতে, অতিরিক্ত যত্নবান বা নিখুঁতপ্রিয়।
Antonym: Careless – যত্নহীন, অসাবধান।
কেন অন্যগুলো ভুল:
-
Pleasant – সুখকর বা মনোরম, Fastidious-এর সঙ্গে সম্পর্ক নেই।
-
Creative – সৃজনশীল, Fastidious-এর বিপরীত নয়।
-
Enervate – শারীরিক বা মানসিক দুর্বল করা, Fastidious-এর সঙ্গে সম্পর্ক নেই।
Source: Cambridge & Accessible Dictionary.
0
Updated: 1 month ago
Which one is the correct antonym of 'frugal'?
Created: 2 months ago
A
Extraordinary
B
spendthrift
C
economical
D
authentic
Frugal (বিশেষণ)
ইংরেজি অর্থ:
-
প্রয়োজন অনুযায়ী মাত্রই অর্থ বা খাবার ব্যবহার করা।
-
(খাবারের ক্ষেত্রে) ছোট, সাধারণ এবং কম খরচের।
বাংলা অর্থ: সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য খরচের।
সমার্থক শব্দ (Synonyms):
-
Careful – সতর্ক
-
Prudent – মিতব্যয়ী
-
Economical – কম খরচী, মিতব্যয়ী
-
Heedful – সতর্ক
-
Stingy – খুব মিতব্যয়ী
বিপরীত অর্থ (Antonyms):
-
Wasteful – অপব্যয়ী
-
Extravagant – অপচয়কারী
-
Generous – উদার
-
Spendthrift – প্রচুর টাকা খরচকারী
-
Benevolent – উদার
অন্যান্য রূপ:
-
Frugally (ক্রিয়া বিশেষণ) – হিসাব করে, মিতব্যয়িতার সঙ্গে
-
Frugality (নাম) – মিতব্যয়িতা
উদাহরণ বাক্য:
-
He has always been hard-working and frugal.
→ তিনি সবসময় পরিশ্রমী এবং মিতব্যয়ী ছিলেন। -
His father was a frugal farmer.
→ তার বাবা ছিলেন একটি মিতব্যয়ী কৃষক।
অতিরিক্ত শব্দার্থ তুলনা:
-
Extraordinary – অসাধারণ, সাধারণ নয় এমন
-
Authentic – খাঁটি, প্রকৃত
সূত্র: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
An antonym of the word 'Transparent'.
Created: 1 month ago
A
Translucent
B
Short-lived
C
Opaque
D
Transitory
Antonym of the word 'Transparent': Opaque
Transparent (Adjective)
-
English Meaning: Something that allows light to pass through so that objects behind can be clearly seen; easy to perceive or detect.
-
Bangla Meaning: যা দিয়ে আলো প্রবাহিত হতে পারে এবং পেছনের বস্তুগুলো স্পষ্টভাবে দেখা যায়; সহজে বোঝা যায়।
Given Options:
-
ক) Translucent – আলোকপ্রবাহী; আলোকভেদ্য
-
খ) Short-lived – অল্পপ্রাণ; স্বল্পকালস্থায়ী
-
গ) Opaque – অস্বচ্ছ; আলোক-অভেদ্য
-
ঘ) Transitory – স্বল্পকালস্থায়ী
0
Updated: 1 month ago