Identify the correct sentence.
A
It is time they have called their parents.
B
It is time to called their parents.
C
It is time they called their parents.
D
It is time to calling their parents.
উত্তরের বিবরণ
• Correct sentence: It is time they called their parents.
- Bangla Meaning: তাদের বাবা-মাকে কল করার উপযুক্ত সময় হয়েছে।
• It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It is high time you took responsibility for your actions.
• নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject আছে, তাই এর পরে verb এর past form (called) বসবে।
• More examples:
- It is time we went to bed.
- It is time you made a decision.
- It is time he apologized for his mistake.
- It is time she packed her bags.
• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

0
Updated: 2 months ago
Dhaka is becoming one of the ____ cities in Asia.
Created: 2 months ago
A
more busy
B
busy
C
busiest
D
most busiest
ইংরেজি গ্রামারে “one of the” ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো – এর পরে সর্বদা কোনো superlative degree (তৃতীয় তুলনামূলক রূপ) ব্যবহার করতে হয়।
যেমন, “busy” শব্দের superlative form হলো “busiest”। তাই যখন বলা হয় “one of the…”, তখন বোঝায় যে কাউকে বা কিছু একটিকে অনেকের মধ্যে সবচেয়ে ভালো বা গুরুত্বপূর্ণ গোষ্ঠীর একজন হিসেবে দেখানো হচ্ছে।
উদাহরণস্বরূপ,
✅ Dhaka is becoming one of the busiest cities in Asia.
এখানে “busiest” ব্যবহারটি সঠিক, কারণ এটি superlative degree।
আরও কিছু উদাহরণঃ
– Razia was one of the happiest children in the orphanage.
– Feroz is one of the best boys in the class.

0
Updated: 2 months ago
He gave up ____ football when he got married.
Created: 3 months ago
A
to play
B
playing
C
play
D
of playing
সাধারণত, যখন দুটি verb একসাথে ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় verb-টি সাধারণত verb + ing রূপে ব্যবহৃত হয়।
-
তাছাড়া, কোনো preposition এর পরেও verb + ing যুক্ত শব্দ বা gerund বসে থাকে।
• তাই এই কারণে সঠিক উত্তর হবে: playing
সম্পূর্ণ বাক্য: He gave up playing football when he got married.
• “Give up” এর পর সাধারণত verb + ing যুক্ত রূপ ব্যবহৃত হয়। কিছু উদাহরণ:
-
I gave up going to the theatre when I moved out of London.
-
He gave up playing football when he got married.
-
Why don’t you give up smoking?
-
I gave up playing cricket when I got a job.

0
Updated: 3 months ago
Julia has been ill ____ three months.
Created: 2 months ago
A
since
B
about
C
in
D
for
প্রশ্নে সঠিক উত্তর হবে – for
• পূর্ণ বাক্যটি: Julia has been ill for three months.
অর্থাৎ: জুলিয়া তিন মাস ধরে অসুস্থ।
• এখানে for ব্যবহার করা হয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়, যেমন – তিন মাস, দুই বছর, কয়েকদিন ইত্যাদি।
উদাহরণ: He has been ill for three months.
(সে তিন মাস ধরে অসুস্থ।)
• কিন্তু since ব্যবহার হয় নির্দিষ্ট কোন সময় থেকে শুরু করে এখনও চলছে, যেমন – ২০১৬ সাল, গতকাল, সকাল ৮টা ইত্যাদি।
উদাহরণ: Fahima has lived in Dhaka since 2016.

0
Updated: 2 months ago