ম্যানগ্রোভ কী?
A
কেওড়া বন
B
উপকূলীয় বন
C
শালবন
D
চিরহরিৎ বন
উত্তরের বিবরণ
ব্যাখ্যা:
ম্যানগ্রোভ (Mangrove) হলো এমন একধরনের উপকূলীয় বন, যা নোনা পানির অঞ্চলে জন্মে। এই বন সাধারণত নদীর মোহনা, উপসাগর ও সমুদ্র উপকূলের কাদামাটিযুক্ত এলাকায় গড়ে ওঠে। বাংলাদেশের সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন।
ম্যানগ্রোভ গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো —
-
এদের মূল পানির উপরে উঠে আসে (যাকে শ্বাসমূল বা pneumatophore বলে)।
-
এরা লবণাক্ত পানি সহ্য করতে সক্ষম।
-
এরা জোয়ার-ভাটার প্রভাবযুক্ত এলাকায় ভালোভাবে বৃদ্ধি পায়।
ম্যানগ্রোভ বন পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ —
-
এটি উপকূলীয় এলাকা ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে,
-
জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হিসেবে কাজ করে,
-
এবং কার্বন শোষণ করে জলবায়ু পরিবর্তন প্রশমনে ভূমিকা রাখে।
তাই, ম্যানগ্রোভ মানে মূলত উপকূলীয় বন (Coastal forest) — যেমন বাংলাদেশের সুন্দরবন।
0
Updated: 15 hours ago
দ্যাগ হ্যামারশোল্ড কত সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
Created: 3 weeks ago
A
১৯৬১ সালে
B
১৯৬৩ সালে
C
১৯৬৯ সালে
D
১৯৭১ সালে
দ্যাগ হ্যামারশোল্ড ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং সুইডেনের নাগরিক।
-
মহাসচিব পদে দায়িত্বকাল: ১৯৫৩–১৯৬১
-
বিশেষ সম্মান: মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার, ১৯৬১
-
মৃত্যু: ১৮ সেপ্টেম্বর, ১৯৬১, কঙ্গোতে শান্তি মিশনের সময় বিমান দুর্ঘটনায়, তানজানিয়ার আরুশার কাছে
-
বৈশিষ্ট্য: জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রবর্তন করা হয়েছে
0
Updated: 3 weeks ago
GATT-এর অধীনে কয়টি বাণিজ্য আলোচনার জন্য রাউন্ড অনুষ্ঠিত হয়?
Created: 3 weeks ago
A
৫টি
B
৪টি
C
৭টি
D
৮টি
GATT চুক্তি (General Agreement on Tariffs and Trade) হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণের জন্য গঠিত একটি চুক্তি।
-
স্বাক্ষর ও কার্যকর: ১৯৪৭ সালের ৩০ অক্টোবর, জেনেভা, সুইজারল্যান্ডে ২৩টি দেশের অংশগ্রহণে স্বাক্ষরিত; ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়
-
নীতি: Most-Favored-Nation (MFN), অর্থাৎ চুক্তি স্বাক্ষরিত প্রত্যেক দেশ সমান মর্যাদা পায়
-
উদ্দেশ্য: শুল্ক হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্য প্রসার এবং বাণিজ্য সহজীকরণ
-
রাউন্ড: ১৯৪৭–১৯৯৩ পর্যন্ত মোট ৮টি রাউন্ড অনুষ্ঠিত
-
পরিণতি: ১৯৯৫ সালে উরুগুয়ে রাউন্ডের শেষে, GATT-এর নীতির ভিত্তিতে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠিত হয়, যা GATT-এর নীতিগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করে
0
Updated: 3 weeks ago
GATT-এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
General Agreement on Taxes and Tariffs
B
General Agreement on Tariffs and Trade
C
Global Agreement on Tariffs and Trade
D
Global Arrangement on Trade and Tariffs
জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (GATT – General Agreement on Tariffs and Trade) হলো একটি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, যা মূলত বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং মুক্তবাজার অর্থনীতি উৎসাহিত করার লক্ষ্যে প্রণীত হয়।
-
প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭
-
কার্যকর হয়: ১৯৪৮
-
উদ্দেশ্য: বিশ্ব বাণিজ্য পুনর্গঠন, নতুন বাণিজ্য কর্মসূচি প্রণয়ন এবং মুক্তবাজার অর্থনীতিকে গতিশীল করা
উল্লেখযোগ্য তথ্য:
-
১৯৪৭ সালের ৩০ অক্টোবর, মোট ২৩টি দেশ GATT-এ স্বাক্ষর করে।
-
চুক্তি প্রণয়নের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করা।
-
চুক্তিটি ১৯৪৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
0
Updated: 3 weeks ago