ABCD রম্বসের ∠B = 80° হলে, ∠C = কত?
A
120°
B
70°
C
80°
D
100°
উত্তরের বিবরণ
সমাধান:
রোম্বাস হলো একটি বিশেষ ধরণের চতুর্ভুজ যেখানে সব বাহুর দৈর্ঘ্য সমান। রোম্বাসের বৈশিষ্ট্য অনুযায়ী বিপরীত কোণ সমান হয় এবং যে কোনো দুটি সংলগ্ন কোণের যোগফল 180° হয়।
-
এখানে ∠B = 80° দেওয়া আছে।
-
যেহেতু ∠B এবং ∠C সংলগ্ন কোণ, তাই তাদের যোগফল 180°:
∠B + ∠C = 180° -
∠C = 180° - ∠B
-
∠C = 180° - 80°
-
∠C = 100°
অতএব, ∠C = 100°, যা সঠিক উত্তর
0
Updated: 21 hours ago
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ৮°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
Created: 48 minutes ago
A
৩৮°
B
৩৯°
C
৪০°
D
৪১°
সমাধান:
সমকোণী ত্রিভুজে, দুইটি সূক্ষ্ম কোণের যোগফল = ৯০°
ধরি সূক্ষ্ম কোণদ্বয় = এবং যেখানে
প্রশ্ন অনুযায়ী,
এছাড়া,
এখন, বসাই—
⇒
⇒
⇒
উত্তর: ঘ) ৪১°
0
Updated: 48 minutes ago
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
Created: 2 months ago
A
6 মিটার
B
12 মিটার
C
6√3 মিটার
D
16 মিটার
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 36√3 বর্গমিটার
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহু)2
প্রশ্নমতে,
(√3/4) × (বাহু)2 = 36√3
⇒ (বাহু)2 = (36√3 × 4)/√3
⇒ (বাহু)2 = 144
⇒ বাহু = 12 [ বর্গমূল করে ]
0
Updated: 2 months ago
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
Created: 1 month ago
A
45°
B
60°
C
90°
D
120°
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
সমাধান:
x/3 + x/3 + (4x)/3 = 180°
বা, x + x + 4x = 3 × 180°
বা, 6x = 3 × 180°
∴ x = 90°
∴ বৃহত্তম কোণ = (4 × 90°)/3 = 120°
এবং ক্ষুদ্রতম কোণ = 90°/3 = 30°
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = (120 - 30)°
= 90° ।
0
Updated: 1 month ago