Which of the following sonnets is a famous example of
iambic pentameter?
A
"Ozymandias" by Shelley
B
"Sonnet 18" by Shakespeare
C
"The Tyger" by Blake
D
"Kubla Khan" by Coleridge
উত্তরের বিবরণ

1
Updated: 2 months ago
“Life’s but a walking shadow, a poor player That starts and frets his hour upon the stage and then is heard no more” - quoted from?
Created: 3 weeks ago
A
King Lear
B
Macbeth
C
Dr. Faustus
D
Othello
“Life’s but a walking shadow, a poor player That starts and frets his hour upon the stage and then is heard no more”
এই বিখ্যাত উক্তিটি Macbeth নাটকের Act 5, Scene 5-এ Macbeth নিজেই একটি soliloquy-তে বলেছেন।
প্রেক্ষাপট: Macbeth খবর পেয়েছে যে তার স্ত্রী, Lady Macbeth, মারা গেছেন। সে তার দুর্গে বন্দি, আক্রমণকারী সেনাবাহিনীর মুখোমুখি এবং তার শাসন ধ্বংসের মুখে।
অর্থ: এই বক্তৃতা তার সম্পূর্ণ হতাশা ও নীরাশাবাদের প্রতিফলন। তিনি বলছেন, জীবন অর্থহীন, সংক্ষিপ্ত এবং নগণ্য। জীবন যেন একটি ছায়ার মতো, যা কোনো স্থায়িত্ব রাখে না, বা একটি খারাপ অভিনেতার মতো, যিনি নাটকের এক মুহূর্তে নাটকীয় আবেগ দেখান কিন্তু তাঁর অংশ শেষ হওয়ার পর সবাই তাকে ভুলে যায়। বক্তৃতার শেষাংশে তিনি বলেন, "a tale / Told by an idiot, full of sound and fury, / Signifying nothing", অর্থাৎ জীবন কেবল শব্দ আর উন্মাদনার গল্প, যা কোনো অর্থ বহন করে না।
এটি সাহিত্য জগতে হতাশা ও নীরাশার সবচেয়ে শক্তিশালী প্রকাশের একটি উদাহরণ, এবং Macbeth-এর ট্র্যাজেডির সম্পূর্ণ নিম্নবিন্দু নির্দেশ করে।

0
Updated: 3 weeks ago
William Shakespeare was buried in-
Created: 3 weeks ago
A
Holy Trinity Church in Stratford-upon-Avon
B
River Avon Church in Stratford-upon-Avon
C
The Guild of the Holy Cross
D
Lichfield Cathedral
William Shakespeare জন্মগ্রহণ, মৃত্যু এবং সমাধি সম্পর্কিত তথ্য:
-
Baptism: 1564 সালে Holy Trinity Church-এ বাপ্তিস্ম সম্পন্ন।
-
Burial: 1616 সালে Holy Trinity Church-এ দাফন।
-
Grave Location: গির্জার চ্যান্সেল অংশে, মূর্তিস্থলটির কাছে, যা সম্মানের স্থান হিসেবে বিবেচিত।
-
Tombstone: সমাধিপথের খুঁটি বিশেষভাবে পরিচিত এপিটাফের জন্য, যা যে কেউ তার হাড় সরালে তার উপর অভিশাপ নামানো হবে বলে উল্লেখ করে।

1
Updated: 3 weeks ago
In Hamlet, why does the Prince decide to stage “The Mousetrap” play?
Created: 2 months ago
A
To entertain the court
B
To test Claudius’s guilt
C
To impress Ophelia
D
To distract from Polonius’s death
হ্যামলেট তার চাচা ক্লডিয়াসের অপরাধ প্রমাণ করতে “The Mousetrap” নাটক মঞ্চস্থ করে। নাটকটির কাহিনী তার বাবাকে হত্যা করার ঘটনার সাথে মিলে যায়। ক্লডিয়াসের অস্বস্তি ও প্রস্থান দেখে হ্যামলেট নিশ্চিত হয় যে ক্লডিয়াসই প্রকৃত খুনি। এটি ছিল তার পরিকল্পনার মূল পরীক্ষা।

1
Updated: 2 months ago