A
Imagination and creativity
B
Death
C
War
D
Love
উত্তরের বিবরণ

0
Updated: 4 weeks ago
What is the overall structure of Kubla Khan often considered?
Created: 6 days ago
A
A completed epic
B
A pastoral lyric
C
A narrative ballad
D
A poetic fragment
“Kubla Khan” সাধারণত একটি fragment বা অসম্পূর্ণ কবিতা হিসেবে বিবেচিত হয়। কোলরিজ নিজেই বলেছেন যে আফিম–ঘুম থেকে উঠে তিনি স্বপ্নে যা লিখতে চেয়েছিলেন, তা অসমাপ্ত থেকে যায়। ফলে এটি একটি অসম্পূর্ণ কিন্তু বিস্ময়কর কল্পনার খণ্ডচিত্র। এই অসম্পূর্ণতাই কবিতার রহস্য ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

1
Updated: 6 days ago
Why is Kubla Khan often called a “dream vision”?
Created: 6 days ago
A
It is a historical account
B
It describes a real palace
C
It originated from Coleridge’s opium dream
D
It follows classical epic structure
কোলরিজ নিজেই বলেছেন যে আফিম খাওয়ার পর ঘুমের মধ্যে তিনি স্বপ্নে এই দৃশ্যগুলো দেখেছিলেন। জেগে উঠে তিনি লিখতে শুরু করেন কিন্তু কেউ তাকে বিরক্ত করলে কবিতাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই Kubla Khan–কে dream vision বলা হয়। এটি মানুষের কল্পনা, স্বপ্ন ও অবচেতন মানসিক অভিজ্ঞতার এক অনন্য শিল্পরূপ।

1
Updated: 6 days ago
What image does Coleridge use to describe a tender sound of the wind?
Created: 6 days ago
A
A child lost and crying in the wild
B
A bird singing at dawn
C
A lover’s whisper
D
A mother praying
Coleridge কল্পনা করেন বাতাস যেন “a little child / Upon a lonesome wild, / Nor far from home, but she hath lost her way।” শিশুটি ভয়ে ও দুঃখে কান্না করছে। এই চিত্রে প্রকৃতির ভয়ঙ্কর সুরকে এক মানবিক রূপ দেওয়া হয়েছে। বাতাসকে একই সাথে ভীতিকর ও করুণ করে তোলে।

1
Updated: 6 days ago