৪ এর ৭৫% = কত?
A
৪
B
৩
C
৫
D
৫০
উত্তরের বিবরণ
সমাধান:
৭৫% মানে হলো ।
0
Updated: 1 day ago
মি. করিম তার সম্পদের ২০% স্ত্রীকে, ৫০% ছেলেকে এবং অবশিষ্ট ৯০০০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?
Created: 1 month ago
A
৩০০০০০ টাকা
B
৩৬০০০০ টাকা
C
৪০০০০০ টাকা
D
৪৫০০০০ টাকা
প্রশ্ন: মি. করিম তার সম্পদের ২০% স্ত্রীকে, ৫০% ছেলেকে এবং অবশিষ্ট ৯০০০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?
সমাধান:
দেওয়া আছে,
স্ত্রীকে দিল = ২০%
ছেলেকে দিল = ৫০%
∴ মেয়েকে দিল = {১০০ - (২০ + ৫০)}% = ৩০%
∴ ৩০% = ৯০০০০
∴ ১% = ৯০০০০/৩০
∴ ১০০% = (৩০০০ × ১০০) = ৩০০০০০ টাকা
0
Updated: 1 month ago
Arif bought a ticket of a cricket match for Tk. 25 and later sold the ticket to Rafi for Tk. 75. What was the percent increase in the price of the ticket?
Created: 2 months ago
A
180%
B
200%
C
250%
D
280%
Step-by-step solution:
-
Original price (Cost price, CP): Tk. 25
-
Selling price (SP): Tk. 75
-
Percent increase formula:
-
Substitute the values:
Answer: 200%
0
Updated: 2 months ago
৫ টাকায় ৮টি দরে আমলকি ক্রয় করে ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
Created: 3 weeks ago
A
২৫% ক্ষতি
B
(১০০/৩)% লাভ
C
(১০০/৩)% ক্ষতি
D
২৫% লাভ
প্রশ্ন: ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
১টি আমলকির ক্রয়মূল্য = ৫/৮ টাকা
১টি আমলকির বিক্রয়মূল্য = ৫/৬ টাকা
∴ লাভ = ৫/৬ - ৫/৮
= (২০ - ১৫)/২৪
= ৫/২৪ টাকা
∴ লাভের হার = (৫/২৪ × ১০০)/(৫/৮)
= (৫ × ১০০ × ৮)/(৫ × ২৪)
= ৪০০০/১২০
= (১০০/৩)%
0
Updated: 3 weeks ago