Who narrates Great Expectations?
A
Pip
B
Joe
C
Estella
D
Miss Havisham
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Which historical event is central to the Parisian setting in A Tale of Two Cities?
Created: 2 weeks ago
A
The English Civil War
B
The American Revolution
C
The French Revolution
D
The Napoleonic Wars
“A Tale of Two Cities”-এর প্যারিসীয় সেটিং-এর কেন্দ্রীয় ঐতিহাসিক ঘটনা হলো ফরাসি বিপ্লব (The French Revolution)। কাহিনীটি মূলত ১৭৮০ ও ১৭৯০-এর দশকে ফ্রান্স ও ইংল্যান্ডে সংঘটিত সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে গড়ে উঠেছে। গল্পে দেখা যায়, ধনী অভিজাত শ্রেণি ও সাধারণ মানুষের মধ্যে চরম বৈষম্য, দারিদ্র্য ও শোষণ বিদ্রোহের জন্ম দেয়। ফরাসি জনগণ ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে দাসত্বের অবসান, রাজতন্ত্রের পতন এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার উত্থান ঘটে। বিশেষ করে প্যারিসে ঘটে যাওয়া ঘটনাবলি—গুইলোটিনের ব্যবহার, তীব্র সামাজিক অস্থিরতা, এবং রাজনৈতিক উত্থান-পতন—উপন্যাসের আবহ, চরিত্র ও কাহিনীর গতিপথকে গভীরভাবে প্রভাবিত করে। তাই এই উপন্যাসে ফরাসি বিপ্লবই মূল ঐতিহাসিক প্রেক্ষাপট। সঠিক উত্তর: গ) The French Revolution।
বিস্তারিত আলোচনা
A Tale of Two Cities
-
এটি Charles Dickens রচিত একটি উপন্যাস।
-
কাহিনী আবর্তিত হয়েছে লন্ডন ও প্যারিসকে কেন্দ্র করে।
-
ফরাসি বিপ্লবকে ঘিরেই উপন্যাসের প্রধান প্রেক্ষাপট গড়ে উঠেছে।
-
উপন্যাসের শুরুতে দেখা যায়, Lucie Manette বিস্মিত হয়ে জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette এখনও জীবিত আছেন।
-
অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ ডাক্তার মানেটকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়, যেখানে তিনি বাধ্য হয়ে মুচির কাজ শিখে নেন।
-
পরে তার মেয়ে Lucie তাকে কারাগার থেকে উদ্ধার করে লন্ডনে নিয়ে আসেন।
-
যাত্রাপথে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে, যিনি অভিজাত পরিবারের হলেও তার পরিবারের অপরাধের কারণে অনুশোচনায় ভুগছিলেন।
-
পাশাপাশি উপন্যাসে দেখা যায় Sydney Carton নামক এক হতাশ আইনজীবী, যিনি Lucie-র প্রেমে পড়েন এবং শেষ পর্যন্ত তার জন্য আত্মত্যাগ করেন।
-
উপন্যাসের প্রধান চরিত্রগুলি হলো: Charles Darnay (একজন ফরাসি অভিজাত) এবং Sydney Carton (একজন ইংরেজ আইনজীবী)।
Charles Dickens (৭ ফেব্রুয়ারি, ১৮১২ – ৯ জুন, ১৮৭০)
-
পুরো নাম Charles John Huffam Dickens।
-
তিনি ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে খ্যাত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
-
তাঁর রচনায় সাধারণ মানুষের জীবনযন্ত্রণা, দারিদ্র্য, সমাজের বৈষম্য এবং নৈতিক শিক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
Notable Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times

0
Updated: 2 weeks ago
Charles Dickens was an English _________
Created: 2 months ago
A
poet
B
playwright
C
politician
D
novelist
Charles Dickens was an English novelist. He was born in 1812 and died in 1870. Dickens was not only a novelist but also a journalist, editor, illustrator, and social commentator. He was one of the most famous writers of the Victorian period. His full name was Charles John Huffam Dickens.
Some of his famous novels are:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend.

0
Updated: 2 months ago
What does Joe symbolize?
Created: 1 month ago
A
Wealth and ambition
B
Honesty, loyalty, and true gentility
C
Law and corruption
D
Pride and arrogance
বাংলা ব্যাখ্যা: Joe Gargery প্রতীক—সত্যিকারের ভদ্রতার। তিনি Pip-কে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, যতই Pip তাকে অবহেলা করুক না কেন। Dickens দেখিয়েছেন, ভদ্রতা হৃদয়ের গুণ।

0
Updated: 1 month ago