What is the main theme of Kubla Khan?
A
Imagination and creativity
B
Death
C
War
D
Love
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Which old ballad is quoted in the opening of Dejection: An Ode?
Created: 1 month ago
A
Sir Gawain and the Green Knight
B
Sir Patrick Spence
C
Tam Lin
D
Beowulf
Coleridge কবিতার শুরুতে “Sir Patrick Spence” নামক পুরোনো ব্যালাড থেকে উদ্ধৃতি এনেছেন। সেখানে বলা হয় নতুন চাঁদ পুরোনো চাঁদকে কোলে নিয়ে আছে মানেই ঝড় আসছে। Coleridge এই উদ্ধৃতি ব্যবহার করে প্রকৃতির ঝড় ও নিজের অন্তরের মানসিক ঝড়ের মিল দেখিয়েছেন। এতে শুরু থেকেই কবিতার বিষণ্ণ, অশান্ত ও গম্ভীর পরিবেশ তৈরি হয়।

1
Updated: 1 month ago
The speaker's grief is described as "drowsy" and "unimpassioned." This suggests that his dejection is characterized by a feeling of:
Created: 1 month ago
A
Explosive rage
B
Sharp, acute sadness
C
Numbness and emotional paralysis
D
Quiet hopefulness.
Drowsy Grief: The term “drowsy” suggests lethargy and mental fatigue. The speaker’s sorrow is not active or sharp; it weighs him down, preventing mental or emotional engagement.
Unimpassioned Grief: “Unimpassioned” indicates a lack of vivid feeling or intensity. Rather than a fiery or acute sorrow, his grief is numb and stagnant, stripping him of vitality and responsiveness.
Emotional Paralysis: Together, these descriptions convey a state of emotional inertia, where the speaker is unable to connect with nature, imagination, or joy.
Romantic Context: In line with Romantic ideals, the poem emphasizes that poetic and emotional inspiration comes from a vivid, responsive inner life, which is currently suppressed, leaving the speaker trapped in dejection.

0
Updated: 1 month ago
'He prayeth best, who loveth best.’ —Who said it?
Created: 4 weeks ago
A
John Milton
B
John Donne
C
Lord Byron
D
S.T. Coleridge
Samuel Taylor Coleridge, একজন প্রখ্যাত ইংরেজ কবি ও সাহিত্য সমালোচক, তাঁর চিন্তাভাবনা ও কবিতার মাধ্যমে মানবতা, প্রাকৃতিক সৌন্দর্য ও জ্ঞানকে গুরুত্ব দিয়েছেন।
তিনি বিশ্বাস করতেন যে সত্যিকারের প্রার্থনা ও ভালোবাসা সব জীবের প্রতি সমান হওয়া উচিত। তাঁর সাহিত্য ও উক্তিগুলো মানবিকতা, জ্ঞান এবং প্রেরণার গভীর ধারণা প্রকাশ করে।
-
উক্তি থেকে মূল বার্তা: "He prayeth best, who loveth best" নির্দেশ করে যে সবচেয়ে সঠিক প্রার্থনা তিনি করেন যিনি সমস্ত জীব—ছোট-বড়—ভালবাসেন। ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন, তিনিই সমস্ত সৃষ্টি ভালোবাসেন।
-
অন্যান্য উল্লেখযোগ্য উক্তি:
-
"Common sense in an uncommon degree is what the world calls wisdom."—সাধারণ বুদ্ধিমত্তা যদি অস্বাভাবিক মাত্রায় প্রকাশ পায়, তাকে জ্ঞান হিসেবে গণ্য করা হয়।
-
"Silence does not always mark wisdom."—নীরবতা সর্বদা জ্ঞান প্রদর্শন করে না।
-
"He who is best prepared can best serve his moment of inspiration."—যিনি সৎভাবে প্রস্তুত, তিনি তার অনুপ্রেরণার মুহূর্তে সেরা সেবা দিতে পারেন।
-
-
জীবনকাল: 1772 থেকে 1834।
-
প্রধান কাজসমূহ:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
-

0
Updated: 4 weeks ago