A
Ableness
B
Able
C
Ably
D
Enable
উত্তরের বিবরণ
• Ability (noun)
English Meaning: possession of the means or skill to do something.
Bangla meaning: সামর্থ; সক্ষমতা।
- এর verb form হচ্ছে - Enable.
• Enable(verb)
English Meaning: to make someone able to do something, or to make something possible.
Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
অন্য অপশন গুলোর মধ্যে -
• Ableness (noun)
English Meaning: the state of being unable to do something.
Bangla Meaning: সামর্থ; সক্ষমতা।
• Able (adjective)
English Meaning: To have the necessary physical strength, mental power, skill, time, money, or opportunity to do something:
Bangla Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
• Ably (adverb)
English Meaning: Skilfully; competently.
Bangla Meaning: সক্ষমতার সঙ্গে।
Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.

0
Updated: 2 months ago
What is the verb of the word 'Ability'?
Created: 2 months ago
A
Ableness
B
Able
C
Ably
D
Enable
• Ability (noun)
English Meaning: possession of the means or skill to do something.
Bangla meaning: সামর্থ; সক্ষমতা।
- এর verb form হচ্ছে - Enable.
• Enable(verb)
English Meaning: to make someone able to do something, or to make something possible.
Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
অন্য অপশন গুলোর মধ্যে -
• Ableness (noun)
English Meaning: the state of being unable to do something.
Bangla Meaning: সামর্থ; সক্ষমতা।
• Able (adjective)
English Meaning: To have the necessary physical strength, mental power, skill, time, money, or opportunity to do something:
Bangla Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
• Ably (adverb)
English Meaning: Skilfully; competently.
Bangla Meaning: সক্ষমতার সঙ্গে।
Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.

0
Updated: 2 months ago
The synonym for 'efface'-
Created: 1 month ago
A
Improve
B
Exhaust
C
Rub out
D
Cut out
The synonym for 'efface'- Rub out.
Efface (Verb)
English Meaning:
-
To remove or erase something, especially a mark from a surface.
-
To completely wipe out a memory, feeling, or impression.
Bangla Meaning:
-
উপরিভাগ মুছে ফেলা বা ধ্বংস করা।
-
কোনো স্মৃতি বা অনুভূতিকে সম্পূর্ণভাবে মুছে ফেলা বা নিশ্চিহ্ন করা।
Synonyms (পর্যায়বাচক শব্দ):
-
Erase – মুছে ফেলা
-
Eradicate – সম্পূর্ণরূপে ধ্বংস করা বা মূলসহ উৎপাটন করা
-
Expunge – সম্পূর্ণরূপে মুছে ফেলা
-
Rub out – ঘষে তুলে ফেলা
✅ এই সকল শব্দ Efface-এর মতোই কিছু মুছে ফেলার বা দূর করার অর্থ বহন করে।
Antonym (বিপরীত শব্দ):
-
Preserve – সংরক্ষণ করা
➡ Efface যেখানে কোনো কিছু মুছে ফেলার ইঙ্গিত দেয়, সেখানে Preserve মানে সেটিকে টিকিয়ে রাখা বা রক্ষা করা।
Other Related Options:
ক) Improve (Verb):
-
মানোন্নয়ন করা, আরও ভালো করা।
(Efface-এর সাথে বিপরীত অর্থ বহন করে।)
খ) Exhaust (Verb):
-
সমস্ত শক্তি বা সম্পদ খরচ করে ফেলা।
(প্রাসঙ্গিক নয়, তবে সম্পূর্ণ নিঃশেষ করার একটি অর্থ রয়েছে।)
ঘ) Cut out (Verb):
-
কোনো কিছু হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা থেমে যাওয়া।
(আংশিকভাবে Efface-এর সাথে সম্পর্কিত হতে পারে।)
Source:
-
Merriam-Webster Dictionary
-
Bangla Academy's Accessible Dictionary

0
Updated: 1 month ago
Pick the synonym for "Impair":
Created: 12 hours ago
A
Enhance
B
Build
C
Restore
D
Mar
• The closest in meaning to "Impair" is – "Mar."
• Impair (verb)
English Meaning: to weaken or damage something, especially in a way that makes it less effective.
Bangla Meaning: ক্ষতিগ্রস্ত করা; দুর্বল করা।
অপশন আলোচনা:
Enhance - উন্নত করা; বাড়ানো।
Build - তৈরি করা; গড়া।
Restore - পুনরুদ্ধার করা; ঠিক করা।
Mar - নষ্ট করা; ক্ষতিগ্রস্ত করা।

0
Updated: 12 hours ago