ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় ৮ হলে, শেষ তিনটির যোগফল-
A
২৯
B
৩১
C
৩৩
D
৩৫
উত্তরের বিবরণ
প্রশ্নঃ ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় ৮ হলে, শেষ তিনটির যোগফল কত?
সমাধানঃ
ধরা যাক, ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যা যথাক্রমে
x, (x+1), (x+2), (x+3), (x+4), (x+5)
প্রথম তিনটির গড় ৮
অর্থাৎ,
(x + (x+1) + (x+2)) ÷ 3 = 8
⇒ (3x + 3) ÷ 3 = 8
⇒ x + 1 = 8
⇒ x = 7
শেষ তিনটি সংখ্যা হবে
(x+3), (x+4), (x+5)
অর্থাৎ, 10, 11, 12
সুতরাং, শেষ তিনটির যোগফল = 10 + 11 + 12 = 33
উত্তরঃ গ) ৩৩
0
Updated: 1 day ago
1 - 1 + 1 - 1 + 1 - 1 + ... + n সংখ্যক পদের যোগফল হবে -
Created: 1 month ago
A
0
B
1
C
[1+(-1)n]
D
(1/2)[1-(-1)n]
এখানে ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = -1/1 = -1 < 1
আমরা জানি, r < 1 হলে,
n সংখ্যক পদের সমষ্টি = {a(1 - rn)/(1 - r)}
∴ n সংখ্যক পদের সমষ্টি = {a(1 - rn)} / (1 - r)
= {1 × (1 - (-1)n) / {1 -(-1)}
= {1 - (-1)n} / (1 + 1)
= {1 - (-1)n} / 2
= (1/2)[1-(-1)n]
0
Updated: 1 month ago
P(A) = 1/3, P(B) = 3/4 হলে A ও B স্বাধীন হলে P(AUB) এর মান কত?
Created: 1 month ago
A
3/ 4
B
1/3
C
5/6
D
এর কোনটি নয়।
P(A) = 1/3, P(B) = 3/4
P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/3 + 3/4) - (1/3 × 3/4)
= 1/3 + 3/4 - 1/4
= (4 + 9 - 3)/12
= 10/12
= 5/6
0
Updated: 1 month ago
৫% বার্ষিক হারে ২ বছরের জন্য কোনো আসলের উপর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ৫০ টাকা হলে, আসল কত?
Created: 1 month ago
A
২০০০০ টাকা
B
১৬০০০ টাকা
C
২২০০০ টাকা
D
১৪৫০০ টাকা
ধরি,
আসল = P টাকা
হার, r = ৫%
সময়, n = ২ বছর
∴ সরল মুনাফা I = Pnr = P × ২ × (৫/১০০) = P/১০ = ০. P
∴ যৌগিক মুনাফা = C - P = P(১ + ৫/১০০)২ - P = P(১.০৫)২ - P = ১.১০২৫P - P = ০.১০২৫P
প্রশ্নমতে,
০.১০২৫P - ০. P = ৫০
⇒ ০.০০২৫P = ৫০
⇒ P = ৫০/(০.০০২৫)
∴ P = ২০০০০
সুতরাং, আসল ২০০০০ টাকা ।
0
Updated: 1 month ago