A
9 : 8 : 15
B
8 : 10 : 17
C
16 : 7 : 21
D
9 : 13 : 17
উত্তরের বিবরণ
Solution:
According to the question,
(2/3) × X = 75% of Y
⇒ 2X/3 = 75Y/100
⇒ 2X/3 = 3Y/4
⇒ X/Y = 9/8
Now,
75% of Y = 0.4 of Z
⇒(75Y/100) = (2Z/5)
⇒ (3Y/4) = (2Z/5)
⇒ 15Y = 8Z
⇒ Y/Z = 8/15
X : Y : Z = (9/8) : 1 : (15/8)
Multiply all terms by 8:
X = 9 × 1 = 9
Y = 1 × 8 = 8
Z = (15/8) × 8 = 15
Therefore,
X : Y : Z = 9 : 8 : 15

0
Updated: 4 weeks ago
দুইটি সম্পূরক কোণের অনুপাত ৩ : ২ হলে ছোট কোণটির মান কত?
Created: 2 weeks ago
A
৬৪°
B
৭২°
C
৮১°
D
১০৮°
গণিত
অনুপাত - সমানুপাত (Ration-Proportion-Algebra)
অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)
No subjects available.
সমাধান:
ধরি,
বড় কোণ = ৩ক
ছোট কোণ = ২ক
প্রশ্নমতে,
৩ক + ২ক = ১৮০°
বা, ৫ক = ১৮০°
বা, ক = ১৮০°/৫
বা, ক = ৩৬°
সুতরাং, ক্ষুদ্রতম কোণ = ২ × ৩৬° = ৭২°

0
Updated: 2 weeks ago
একটি মেসে ১০ জন লোকের ৫ দিনে ২৫ কেজি চাল লাগে। যদি মেসে আরো ১০ জন লোক আসে তাহলে সব লোকের জন্য ১০ দিনে কত কেজি চাল লাগবে?
Created: 1 week ago
A
৫০ কেজি
B
৭০ কেজি
C
৮০ কেজি
D
১০০ কেজি
প্রশ্ন: একটি মেসে ১০ জন লোকের ৫ দিনে ২৫ কেজি চাল লাগে। যদি মেসে আরো ১০ জন লোক আসে তাহলে সব লোকের জন্য ১০ দিনে কত কেজি চাল লাগবে?
সমাধান:
১০ জন লোক নতুন আসায় মেসে মোটঁ লোকসংখ্যা হয় = (১০ + ১০) জন = ২০ জন
এখন,
১০ জন লোকের ৫ দিনে চাল লাগে = ২৫ কেজি
∴ ১ জন লোকের ১ দিনে চাল লাগে = ২৫/(১০ × ৫) কেজি
∴ ২০ জন লোকের ১০ দিনে চাল লাগে = (২৫ × ২০ × ১০)/(১০ × ৫) কেজি = ১০০ কেজি

0
Updated: 1 week ago
The ratio of the present ages of a mother and son is 7 : 2. After 7 years, the ratio of their ages becomes 8 : 3. What will be the ratio of their ages after 11 years?
Created: 4 weeks ago
A
12 : 5
B
12 : 7
C
10 : 7
D
13 : 6
Solution:
Let,
The present age of the mother = 7x years
The present age of the son = 2x years
After 7 years, their ages will be:
Mother = (7x + 7) years
Son = (2x + 7) years
According to the question,
(7x + 7)/(2x + 7) = 8/3
⇒ 3(7x + 7) = 8(2x + 7)
⇒ 21x + 21 = 16x + 56
⇒ 21x - 16x = 56 - 21
⇒ 5x = 35
⇒ x = 35/5
∴ x = 7
Present age of mother = 7 × 7 = 49 years
Present age of son = 2 × 7 = 14 years
Now, after 11 years,
Mother's age = 49 + 11 = 60 years
Son's age = 14 + 11 = 25 years
∴ The ratio of their ages after 11 years,
= 60 : 25
= 12 : 5

0
Updated: 4 weeks ago