রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে –
A
২৪ ফেব্রুয়ারি ২০২২
B
২৪ মার্চ ২০২২
C
২৪ জানুয়ারি ২০২২
D
২৪ এপ্রিল ২০২২
উত্তরের বিবরণ
রাশিয়া 'Special Militatoy Operation' নামক সামরিক অভিযান ইউক্রেনে শুরু করে ২৪ ফেব্রুয়ারি ২০২২। এর আগে ২০১৪ সালের ১৮ মার্চ রাশিয়া ইউক্রেনের 'ক্রিমিয়া উপদ্বীপ' দখল করে নেয়। তবে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে একীভূত করে ২১ মার্চ, ২০১৪ তারিখে। উল্লেখ্য যে, ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি বা শস্যভাণ্ডার।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 23 hours ago