‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?
A
১ টাকা
B
২ টাকা
C
৫ টাকা
D
১০ টাকা
উত্তরের বিবরণ
বাংলাদেশের ২ টাকার ধাতব মুদ্রায় 'সবার জন্য শিক্ষা' স্লোগানটি লেখা রয়েছে। উল্লেখ্য এটি একটি সরকারি মুদ্রা। সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। উল্লেখ্য যে, সরকারি মুদ্রা ও নোট হল- ১, ২, ৫ টাকার মুদ্রা ও নোট। ১, ২, ৫ টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 23 hours ago