স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার ২০২০ লাভ করেন –
A
আজিজুর রহমান
B
ফেরদৌসী মজুমদার
C
কালীপদ দাস
D
জাফর ওয়াজেদ
উত্তরের বিবরণ
২০২৩ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন মোট ৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান। 'স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ' ক্যাটাগরিতে পেয়েছেন ৪ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 'সমাজসেবা/জনসেবা' ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৩ পায়। ২০২৩ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে যে ৪ জন ব্যক্তি পুরস্কার লাভ করেছেন- কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 23 hours ago
মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর ‘কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
বরগুনা
B
নাটোর
C
নোয়াখালী
D
খুলনা
“শহীদ সাগর” হলো একটি মুক্তিযুদ্ধ সংরক্ষিত স্থান, যা ১৯৭১ সালের গোপালপুর গণহত্যার স্মরণে নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল চিনি কারখানার পুকুর কাঁটায় নির্মিত হয়। এই পুকুরে পাকিস্তানি বাহিনীর নির্মম হামলায় শতাধিক শহীদ হন এবং সেই কারণেই এটিকে শহীদ সাগর নাম দেওয়া হয় ।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেডটি কী নামে পরিচিত?
Created: 1 month ago
A
এস ফোর্স
B
কে ফোর্স
C
এন ফোর্স
D
জেড ফোর্স
জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স মুক্তিযুদ্ধের সময় গঠিত প্রধান নিয়মিত ব্রিগেড।
- 
জেড ফোর্স: - 
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড, জুলাই মাসে গঠিত। 
- 
কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, যার নামের ইংরেজি আদ্যক্ষর 'Z' অনুসারে ব্রিগেডের নামকরণ করা হয়েছে। 
- 
গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে। 
 
- 
- 
এস ফোর্স: - 
দ্বিতীয় নিয়মিত ব্রিগেড, অক্টোবর মাসে গঠিত। 
- 
গঠিত হয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে। 
- 
অধিনায়ক ছিলেন সফিউল্লাহ। 
 
- 
- 
কে ফোর্স: - 
গঠিত হয় ৭ই অক্টোবর। 
- 
গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে। 
- 
অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ, যার নামের ইংরেজি আদ্যক্ষর 'K' অনুসারে ব্রিগেডের নামকরণ করা হয়েছে। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
’অপারেশন সার্চলাইট’ কত তারিখে শুরু হয়?
Created: 1 month ago
A
১৯৭১ সালের ২৬ মার্চ
B
১৯৭১ সালের ২৭ মার্চ
C
১৯৭১ সালের ২৫ মার্চ
D
১৯৭১ সালের ৩১ মার্চ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাদের চালানো ব্যাপক গণহত্যা অভিযানকে অপারেশন সার্চলাইট বলা হয়। এই অভিযান ২৫ মার্চ রাতে শুরু হলেও এর পরিকল্পনা মার্চ মাসের শুরু থেকেই করা হয়েছিল।
- 
১৬ মার্চ বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু পাকিস্তানি সরকার গোপনে সময়ক্ষেপণ করে এবং পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক প্রস্তুতি নেয়। 
- 
১৮ মার্চ লে. জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চলাইটের নীলনকশা তৈরি করেন। 
- 
২৫ মার্চ রাতে গণহত্যা কার্যক্রম কার্যকর হয় এবং এ অভিযানের তত্ত্বাবধান করেন পাকিস্তানের গভর্নর লে. জেনারেল টিক্কা খান। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago