জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
A
উ-থান্ট
B
ট্রিগভেলী
C
দ্যাগ হ্যামারশোল্ড
D
গুতেরেস
উত্তরের বিবরণ
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের নাগরিক ট্রিগভেলি ১৯৪৬-১৯৫২) । তিনি জাতিসংঘের একমাত্র মহাসচিব যিনি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 23 hours ago
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন? [সেপ্টেম্বর,২০২৫]
Created: 1 month ago
A
৫জন
B
৩জন
C
২জন
D
১জন
জাতিসংঘের ইতিহাসে দুইজন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন, যারা পৃথক সময়ে সংস্থার সেবা করেছেন এবং তাদের অবদান বিশ্ব শান্তির ক্ষেত্রে স্বীকৃত হয়েছে।
- 
দগ হামারশোল্ড: - 
জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন। 
- 
১৯৬১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, তবে পুরস্কার গ্রহণের আগে মারা যান। 
- 
তিনি কর্মজীবনের সময় মারা যাওয়া একমাত্র মহাসচিব। 
 
- 
- 
কফি আনান: - 
জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। 
- 
২০০১ সালে তিনি এবং জাতিসংঘ সংস্থাটি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
Created: 1 month ago
A
কফি আনান
B
উ থান্ট
C
ড. বুট্রোস ঘালি
D
কুর্ট ওয়াল্ডহেইম
জাতিসংঘের বিভিন্ন সময়ের মহাসচিবদের দায়িত্বকাল ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সদস্যপদ লাভের সঙ্গে তাদের সম্পৃক্ততা আন্তর্জাতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে তাঁদের দায়িত্বকাল ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরা হলো।
- 
উ থান্ট (১৯৬১–১৯৭১): মিয়ানমারের এই কূটনীতিক ছিলেন জাতিসংঘের তৃতীয় মহাসচিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি জাতিসংঘের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। 
- 
কুর্ট ওয়ার্ল্ডহেইম: অস্ট্রিয়ার এই নেতা ছিলেন জাতিসংঘের চতুর্থ মহাসচিব। তাঁর মেয়াদকালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 
- 
ড. বুট্রোস বুট্রোস ঘালি: ১ জানুয়ারি ১৯৯২ থেকে ৩১ ডিসেম্বর ১৯৯৬ পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। 
- 
কফি আনান: ঘানার এই কূটনীতিক ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসংঘের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
Created: 3 weeks ago
A
ট্রিগভেলী
B
কফি আনান
C
উ থান্ট
D
দ্যাগ হ্যামারশোল্ড
দ্যাগ হ্যামারশোল্ড জাতিসংঘের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি শান্তি রক্ষায় অসামান্য ভূমিকার জন্য স্মরণীয় হয়ে আছেন।
- 
তিনি জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন এবং সুইডেনের অধিবাসী ছিলেন। 
- 
তাঁর নেতৃত্বে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করে। 
- 
১৯৬১ সালে আফ্রিকার উত্তর রোডেশিয়ায় (বর্তমান জাম্বিয়া) একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। 
- 
একই বছর, অর্থাৎ ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
অন্যদিকে, জাতিসংঘের অন্যান্য মহাসচিবদের মধ্যে—
- 
প্রথম মহাসচিব: নরওয়ের ট্রিগভে লী। 
- 
তৃতীয় মহাসচিব: মিয়ানমারের উ থান্ট, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন। 
- 
চতুর্থ মহাসচিব: অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম, তাঁর সময়েই বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 
- 
সপ্তম মহাসচিব: ঘানার কফি আনান, যিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। 
- 
নবম ও বর্তমান মহাসচিব: পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago