১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?
A
তারামান বিবি ও ময়মুনা বিবি
B
সিতারা বেগম ও ময়মুনা বিবি
C
তারামন বিবি ও সিতারা বেগম
D
ময়মুনা বিবি ও তারামন বিবি
উত্তরের বিবরণ
তারামন বিবি মুক্তিযুদ্ধে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। সিতারা বেগম একজন সাহসী সেবিকা ছিলেন, যিনি আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছিলেন। এই দুই নারীকে তাদের সাহসিকতার জন্য “বীরপ্রতীক” খেতাব প্রদান করা হয়, যা মুক্তিযুদ্ধে নারীদের জন্য একটি বিরল সম্মান।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 day ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন-
Created: 2 months ago
A
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
B
সাইমন ড্রিং
C
অ্যালেন গিন্সবার্গ
D
রবিশঙ্কর
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
- 
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরপ্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড। 
- 
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, তবে জন্ম নেদারল্যান্ডসে। 
- 
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ২ নং সেক্টরে যুদ্ধ করেন। 
- 
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মৃত্যু বরণ করেন। 
উৎস: বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ডব্লিউ এ.এস. ওডারল্যান্ডকে কোন খেতাব প্রদান করা হয়?
Created: 1 month ago
A
বীর প্রতীক
B
বীর উত্তম
C
বীর বিক্রম
D
উপড়ের কোনটিই নয়
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
- 
পরিচিতি: একমাত্র বিদেশি নাগরিক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেছেন 
- 
জাতীয়তা: অস্ট্রেলিয়ান, জন্ম নেদারল্যান্ডস 
- 
মুক্তিযুদ্ধকালীন অবদান: - 
১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত 
- 
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে যুদ্ধ 
 
- 
- 
মৃত্যু: ১৮ মে ২০০১, অস্ট্রেলিয়া 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
Created: 1 week ago
A
৬৭৬ জন
B
৬৪ জন
C
১৭৫ জন
D
৪২৬ জন
বীর বিক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৃতীয় সর্বোচ্চ সামরিক খেতাব, যা অসাধারণ সাহসিকতার জন্য প্রদান করা হয়, এবং এই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১৭৫ জন, তাই সঠিক উত্তর গ) ১৭৫ জন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago