A
Pragmatism
B
Carelessness
C
Elegance
D
Inaccuracy
উত্তরের বিবরণ
• The opposite of 'Pedantry' is – Pragmatism.
• Pedantry (noun)
English Meaning: excessive concern with formal rules, details, or academic learning, often in a way that is nitpicky or overly scholarly without practical relevance.
Bangla Meaning: বিদ্যাবাগীশতা; অতিরিক্ত শাস্ত্রচর্চা বা খুঁতখুঁতে আচরণ।
অপশন আলোচনা:
ক) Pragmatism – ব্যবহারিকতা; বাস্তবতা ভিত্তিক চিন্তাভাবনা ও কাজ।
খ) Carelessness – অসতর্কতা; অবহেলা।
গ) Elegance – অভিজাততা; সৌন্দর্য বা শৈল্পিকতা।
ঘ) Inaccuracy – ভুল বা অনির্ভুল না হওয়া।

0
Updated: 4 weeks ago
The synonym of "lucid" is -
Created: 1 week ago
A
Gentle
B
Confusing
C
Clear
D
Progress
Lucid (Adjective)
অর্থ (English):
-
(of speech or writing) Clearly expressed and easy to understand
-
(of a person) Thinking or reasoning clearly
বাংলা অর্থ:
-
স্পষ্ট; সহজবোধ্য (lucid style)
-
মানসিকভাবে সুস্থ
Synonyms (সমার্থক শব্দ)
-
Intelligible – বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য
-
Understandable – বোধগম্য
-
Clear – স্বচ্ছ; স্পষ্ট
-
Coherent – সুসঙ্গত
-
Apprehensible – বোধগম্য
Antonyms (বিপরীতার্থক শব্দ)
-
Confusing – বিভ্রান্তিকর
-
Unclear – অস্পষ্ট
-
Ambiguous – অস্পষ্ট
-
Equivocal – দ্ব্যর্থবোধক
-
Baffling – হতবুদ্ধিকর
-
Confounding – বিভ্রান্তিকর
Other Forms (অন্য রূপ)
-
Lucid intervals/moments (noun): উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা
-
Lucidly (adverb): স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে
-
Lucidity (noun, uncountable): স্বচ্ছতা; সহজবোধ্যতা
Example Sentences
-
It’s written in very concrete language, very lucid, easy to understand.
-
It was a lucid moment in his madness.
অন্যান্য তথ্য
-
Other options: Gentle (অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক), Progress (অগ্রগতি)
Source: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
Select the antonym for "Indignant."
Created: 4 weeks ago
A
Annoyed
B
Wrathful
C
Disgruntled
D
Content
• The opposite of 'Indignant' is – Content.
• Indignant (adjective)
English Meaning: feeling or showing anger or annoyance at what is perceived as unfair treatment.
Bangla Meaning: ক্ষুব্ধ; অন্যায়ের প্রতি ক্রোধান্বিত।
অপশন আলোচনা:
Annoyed – বিরক্ত; বিরক্তিকর অবস্থায় থাকা।
Wrathful – প্রচণ্ড রাগান্বিত; প্রচণ্ড ক্রোধে ফেটে পড়া।
Disgruntled – অসন্তুষ্ট; বিরক্ত বা হতাশ বোধ করা।
Content – সন্তুষ্ট; আত্মতুষ্টিতে ভরপুর।

0
Updated: 4 weeks ago
Omnipotent-
Created: 3 weeks ago
A
Feeble
B
Supreme
C
Impotent
D
Vulnerable
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।
ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 weeks ago