Who is the poet of the 'Victorian Age'?
A
Helen Keller
B
Mathew Arnold
C
Shakespeare
D
Robert Browning
উত্তরের বিবরণ
প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Mathew Arnold এবং Robert Browning উভয়ই 'Victorian Age' এর সাহিত্যিক।
- দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হলো।
• The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.
• Victorian period মোট ২টি সময়কালে বিভক্ত।
- যথা:
- The Pre-Raphaelites: (1848-1860)
- Aestheticism & Decadence: (1880-1901)
• A list of writers of 'Victorian Age':
- Charles Dickens,
- Thomas Hardy,
- Matthew Arnold,
- Lord Alfred Tennyson,
- Robert Browning,
- George Eliot,
- Charlotte Bronte;
- Emily Bronte;
- Samuel Butler etc.
• Robert Browning কে Victorian age এর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- He is often called the father of dramatic monologue.
• Best Works -
- The Ring and the Book,
- Fra Lippo Lippi,
- My Last Duchess,
- The Patriot,
- A Grammarian’s Funeral,
- Andera del Sarto,
- Men and Women,
- Dramatic Lyrics,
- Paracelsus,
- Rabbi Ben Ezra,
- Dramatis Personae, etc.
• Matthew Arnold:
- তিনি একজন English Victorian poet এবং literary ও social critic.
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry হিসেবে যোগ দান করেন Oxford এ।
• Some notable works:
- Culture and Anarchy;
- Dover Beach;
- Empedocles on Etna;
- Essays in Criticism;
- God and the Bible;
- On Translating Homer;
- On the Study of Celtic Literature;
- Sohrab and Rustum;
- The Forsaken Merman;
- The Scholar Gipsy.
উল্লেখ্য,
• Helen Keller - Modern period এর writer;
• Shakespeare - Rennaissance Period এর সাহিত্যিক।
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
0
Updated: 5 months ago
Mark Twain is -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
French author
D
British author
Mark Twain ছিলেন একজন আমেরিকান humorist, journalist, lecturer, এবং novelist, যিনি তার ভ্রমণবিষয়ক রচনা এবং শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
-
Twain জীবদ্দশায় ২০টিরও বেশি উপন্যাস রচনা করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য ভ্রমণবিষয়ক রচনা:
-
The Innocents Abroad (১৮৬৯)
-
Roughing It (১৮৭২)
-
Life on the Mississippi (১৮৮৩), যা তাঁর লেখার শৈলী এবং রসবোধের নিখুঁত উদাহরণ।
-
-
Twain বিশেষভাবে পরিচিত ছেলেবেলার অ্যাডভেঞ্চার গল্পের জন্য, যেমন:
-
The Adventures of Tom Sawyer (১৮৭৬)
-
Adventures of Huckleberry Finn (১৮৮৪)
-
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
The Adventures of Tom Sawyer (1876)
-
Adventures of Huckleberry Finn (1884)
-
The Prince and the Pauper
উৎস:
0
Updated: 1 month ago
'September on the Jessore Road' is written by-
Created: 3 months ago
A
Madhusudan Dutt
B
Allen Ginsberg
C
Kaisar Hoq
D
Vikram Seth
September on Jessore Road
এটি একটি poem.
- রচনা করেন American poet ও activist Allen Ginsberg.
- তিনি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্ব বাংলা শরণার্থীদের দুর্দশা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- গিন্সবার্গ এটি লিখেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের যশোর সড়কের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করার পর।
• Allen Ginsberg:
- তিনি একজন American poet.
- তিনি জন্মগ্রহণ করেন June 3, 1926, Newark, New Jersey, U.S.
- তিনি মৃত্যুবরণ করেন April 5, 1997, New York, New York.
Notable works:
- Howl,
- Jack Kerouac and Allen Ginsberg: The Letters,
- Mind Breaths: Poems 1972-1977,
- Planet News,
- Reality Sandwiches,
- The Fall of America: Poems of These States, 1965-1971.
0
Updated: 3 months ago
Who is the poet of the 'Victorian Age'?
Created: 5 months ago
A
Helen Keller
B
Mathew Arnold
C
Shakespeare
D
Robert Browning
প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Mathew Arnold এবং Robert Browning উভয়ই 'Victorian Age' এর সাহিত্যিক।
- দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হলো।
• The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.
• Victorian period মোট ২টি সময়কালে বিভক্ত।
- যথা:
- The Pre-Raphaelites: (1848-1860)
- Aestheticism & Decadence: (1880-1901)
• A list of writers of 'Victorian Age':
- Charles Dickens,
- Thomas Hardy,
- Matthew Arnold,
- Lord Alfred Tennyson,
- Robert Browning,
- George Eliot,
- Charlotte Bronte;
- Emily Bronte;
- Samuel Butler etc.
• Robert Browning কে Victorian age এর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- He is often called the father of dramatic monologue.
• Best Works -
- The Ring and the Book,
- Fra Lippo Lippi,
- My Last Duchess,
- The Patriot,
- A Grammarian’s Funeral,
- Andera del Sarto,
- Men and Women,
- Dramatic Lyrics,
- Paracelsus,
- Rabbi Ben Ezra,
- Dramatis Personae, etc.
• Matthew Arnold:
- তিনি একজন English Victorian poet এবং literary ও social critic.
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry হিসেবে যোগ দান করেন Oxford এ।
• Some notable works:
- Culture and Anarchy;
- Dover Beach;
- Empedocles on Etna;
- Essays in Criticism;
- God and the Bible;
- On Translating Homer;
- On the Study of Celtic Literature;
- Sohrab and Rustum;
- The Forsaken Merman;
- The Scholar Gipsy.
উল্লেখ্য,
• Helen Keller - Modern period এর writer;
• Shakespeare - Rennaissance Period এর সাহিত্যিক।
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
0
Updated: 5 months ago