A
Careful
B
Methodical
C
Punctilious
D
Haphazard
উত্তরের বিবরণ
• The opposite of 'Meticulous' is – Haphazard.
• Meticulous (adjective)
English Meaning: showing great attention to detail; very careful and precise.
Bangla Meaning: অতিশয় যত্নশীল; খুঁতখুঁতে; খুব সতর্কভাবে ও নিখুঁতভাবে কাজ করা।
অপশন আলোচনা:
Careful – সতর্ক; মনোযোগসহকারে কাজ করা।
Methodical – পদ্ধতিগত; নিয়ম মেনে কাজ করে এমন।
Punctilious – অতিরিক্ত নিয়ম-কানুন মেনে চলে এমন; খুঁতখুঁতে।
Haphazard – এলোমেলো; পরিকল্পনাহীন; যা নিয়ম না মেনে বা কোনো পরিকল্পনা ছাড়া করা হয়।

0
Updated: 4 weeks ago
What is the antonym of 'Honorary'?
Created: 3 months ago
A
Official
B
Honorable
C
Salaried
D
Literary
• Honorary:
Englis Meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
- Official: আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable: সম্মানিত।
- Salaried: বৈতনিক।
- Literary: সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Honorary শব্দটির অর্থ, Salaried শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই Honorary এর antonym হবে - Salaried.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 3 months ago
Which of the following is a synonym for "fluke"?
Created: 1 week ago
A
Accident
B
Certainty
C
Assent
D
Autonomy
Correct Answer: Accident.
• Fluke (noun):
English Meaning: A lucky or unusual thing that happens by accident, not because of planning or skill.
Bangla Meaning: অপ্রত্যাশিত বা আকস্মিকভাবে প্রাপ্ত কোনো কিছু; আকস্মিক সৌভাগ্য।
Synonyms: Blessing (আশীর্বাদ), Accident (দুর্ঘটনা), Quirk, (হঠাৎ), Fortuity (দৈব ঘটনা), Gift (উপহার)।
Antonyms: Certainty (নিশ্চিত), Solid (কঠিন), Real (প্রকৃত), Calculation (বাস্তব, নিশ্চিত, দৃঢ়), Genuine (খাঁটি, অকৃত্রিম)।
Other Forms:
- Fluky (Adjective).
- Flukiness (Noun).
Other options:
- Assent - সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ।
- Autonomy - স্বায়ত্তশাসন; স্বাধীনতা।
Example Sentence:
1. They are determined to show that their last win was no fluke.
2. The fluke, a flatfish similar to flounder, scratched that special itch for me.

0
Updated: 1 week ago
The synonym of "lucid" is -
Created: 1 week ago
A
Gentle
B
Confusing
C
Clear
D
Progress
Lucid (Adjective)
অর্থ (English):
-
(of speech or writing) Clearly expressed and easy to understand
-
(of a person) Thinking or reasoning clearly
বাংলা অর্থ:
-
স্পষ্ট; সহজবোধ্য (lucid style)
-
মানসিকভাবে সুস্থ
Synonyms (সমার্থক শব্দ)
-
Intelligible – বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য
-
Understandable – বোধগম্য
-
Clear – স্বচ্ছ; স্পষ্ট
-
Coherent – সুসঙ্গত
-
Apprehensible – বোধগম্য
Antonyms (বিপরীতার্থক শব্দ)
-
Confusing – বিভ্রান্তিকর
-
Unclear – অস্পষ্ট
-
Ambiguous – অস্পষ্ট
-
Equivocal – দ্ব্যর্থবোধক
-
Baffling – হতবুদ্ধিকর
-
Confounding – বিভ্রান্তিকর
Other Forms (অন্য রূপ)
-
Lucid intervals/moments (noun): উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা
-
Lucidly (adverb): স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে
-
Lucidity (noun, uncountable): স্বচ্ছতা; সহজবোধ্যতা
Example Sentences
-
It’s written in very concrete language, very lucid, easy to understand.
-
It was a lucid moment in his madness.
অন্যান্য তথ্য
-
Other options: Gentle (অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক), Progress (অগ্রগতি)
Source: Live MCQ Lecture

0
Updated: 1 week ago