A
Rigid
B
Flaccid
C
Slack
D
Soft
উত্তরের বিবরণ
• The opposite of 'Limp' is – Rigid.
Limp (adjective)
English Meaning: lacking firmness, stiffness, or structure; soft or drooping.
Bangla Meaning: ঢিলে, নিস্তেজ, নরম ও অসংগঠিতভাবে ঝুলে পড়া।
অপশন আলোচনা:
ক) Rigid – কঠিন; দৃঢ়; শক্ত।
খ) Flaccid – ঢিলে; নিস্তেজ; মাংসল ও নরমভাবে ঝুলে পড়া।
গ) Slack – ঢিলে; আলগা; শক্ত না থাকা।
ঘ) Soft – নরম; কোমল।

0
Updated: 4 weeks ago
The phrase "nouveau riche" means -
Created: 1 month ago
A
Riche rich
B
Well off
C
New high class
D
New rich
• "Nouveau riche" শব্দটির অর্থ: নতুন ধনী।
• Nouveau riche বলতে এমন মানুষদের বোঝায়, যারা আগে গরিব বা মধ্যবিত্ত ছিল, কিন্তু এখন হঠাৎ অনেক ধনী হয়ে গেছে এবং তা সবাইকে দেখানোর চেষ্টা করে—যেমন দামি জিনিস কেনা, বড় অনুষ্ঠান করা ইত্যাদি।
বাংলা অর্থ: নব্য ধনী (যারা হঠাৎ ধনী হয়েছে এবং তা জাহির করে)।
Example: The nouveau riche family moved into the affluent neighborhood, quickly making their presence known with luxury cars and opulent parties.

0
Updated: 1 month ago
Opposite word for LIABILITY:
Created: 4 weeks ago
A
Treasure
B
Debt
C
Assets
D
Property
• LIABILITY
English Meaning: The fact that someone is legally responsible for something: Debt.
Bangla Meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা; ঋণ; মোট দেনা।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Treasure
English Meaning:
Bangla Meaning: কোষাগার; স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
খ) Debt
English Meaning: A sum of money that is owed or due.
Bangla Meaning: ঋণ; দেনা; ধার; কর্জ।
গ) Assets
English Meaning: An item of property owned by a person or company, regarded as having value and available to meet debts, commitments, or legacies; A useful or valuable thing or person;
Bangla Meaning: মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ; ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ
ঘ) Property
English Meaning: A thing or things belonging to someone; possessions collectively.
Bangla Meaning: (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
• সুতরাং,বুঝা যাচ্ছে, Opposite word for LIABILITY: Assets
So, assets are what you own, and liabilities are what you owe. Hence, "Assets" is the opposite of "Liability."
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
What is the meaning of the idiom 'A wet blanket'?
Created: 2 weeks ago
A
A person who enjoys the rain
B
A person who is brave and fearless
C
A person who keeps everything clean
D
A person who ruins other people’s fun
• A wet blanket means: A person who ruins other people’s fun
Bangla Meaning: প্রস্তাবিত পরিকল্পনা বা ব্যবস্থা-সম্বন্ধে যে নিরুৎসাহিত করে
English Meaning: A person who ruins other people’s fun
Example Sentences:
-
Don't be such a wet blanket, come on and join the fun!
-
The rain was a wet blanket on the outdoor concert
• Other options:
ক) A person who enjoys the rain
-
যে ব্যক্তি বৃষ্টি উপভোগ করে
খ) A person who is brave and fearless
-
সাহসী ও নির্ভীক ব্যক্তি
গ) A person who keeps everything clean
-
যে ব্যক্তি সব কিছু পরিষ্কার রাখে
Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago