What is the antonym of "Pedantry"?
A
Pragmatism
B
Carelessness
C
Elegance
D
Inaccuracy
উত্তরের বিবরণ
• The opposite of 'Pedantry' is – Pragmatism.
• Pedantry (noun)
English Meaning: excessive concern with formal rules, details, or academic learning, often in a way that is nitpicky or overly scholarly without practical relevance.
Bangla Meaning: বিদ্যাবাগীশতা; অতিরিক্ত শাস্ত্রচর্চা বা খুঁতখুঁতে আচরণ।
অপশন আলোচনা:
ক) Pragmatism – ব্যবহারিকতা; বাস্তবতা ভিত্তিক চিন্তাভাবনা ও কাজ।
খ) Carelessness – অসতর্কতা; অবহেলা।
গ) Elegance – অভিজাততা; সৌন্দর্য বা শৈল্পিকতা।
ঘ) Inaccuracy – ভুল বা অনির্ভুল না হওয়া।

0
Updated: 2 months ago
The synonym for 'efface'-
Created: 3 months ago
A
Improve
B
Exhaust
C
Rub out
D
Cut out
The synonym for 'efface'- Rub out.
Efface (Verb)
English Meaning:
-
To remove or erase something, especially a mark from a surface.
-
To completely wipe out a memory, feeling, or impression.
Bangla Meaning:
-
উপরিভাগ মুছে ফেলা বা ধ্বংস করা।
-
কোনো স্মৃতি বা অনুভূতিকে সম্পূর্ণভাবে মুছে ফেলা বা নিশ্চিহ্ন করা।
Synonyms (পর্যায়বাচক শব্দ):
-
Erase – মুছে ফেলা
-
Eradicate – সম্পূর্ণরূপে ধ্বংস করা বা মূলসহ উৎপাটন করা
-
Expunge – সম্পূর্ণরূপে মুছে ফেলা
-
Rub out – ঘষে তুলে ফেলা
✅ এই সকল শব্দ Efface-এর মতোই কিছু মুছে ফেলার বা দূর করার অর্থ বহন করে।
Antonym (বিপরীত শব্দ):
-
Preserve – সংরক্ষণ করা
➡ Efface যেখানে কোনো কিছু মুছে ফেলার ইঙ্গিত দেয়, সেখানে Preserve মানে সেটিকে টিকিয়ে রাখা বা রক্ষা করা।
Other Related Options:
ক) Improve (Verb):
-
মানোন্নয়ন করা, আরও ভালো করা।
(Efface-এর সাথে বিপরীত অর্থ বহন করে।)
খ) Exhaust (Verb):
-
সমস্ত শক্তি বা সম্পদ খরচ করে ফেলা।
(প্রাসঙ্গিক নয়, তবে সম্পূর্ণ নিঃশেষ করার একটি অর্থ রয়েছে।)
ঘ) Cut out (Verb):
-
কোনো কিছু হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা থেমে যাওয়া।
(আংশিকভাবে Efface-এর সাথে সম্পর্কিত হতে পারে।)
Source:
-
Merriam-Webster Dictionary
-
Bangla Academy's Accessible Dictionary

0
Updated: 3 months ago
The antonym of 'Truculence' is:
Created: 4 weeks ago
A
Belligerence
B
Irascible
C
Irresolute
D
Submission
Truculence একটি Noun। এটি বোঝায় ঝগড়া বা লড়াই করার প্রবণতা, এছাড়াও এমন আচরণ যা অপ্রিয় এবং প্রায়ই বিতর্ক সৃষ্টি করে।
-
বাংলা অর্থ: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ
-
সমার্থক শব্দ: Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা), Belligerence (যুধ্যমান অবস্থা), Combativeness (যুদ্ধের ঝোঁক), Militancy (জঙ্গিপনা), Hostility (শত্রুতা)
-
বিপরীতার্থক শব্দ: Nonaggression (অনাক্রমণ), Pacifism (শান্তিবাদ), Submission (আত্মসমর্পন), Truce (সন্ধি), Ceasefire (যুদ্ধবিরতি)
-
অন্য রূপ:
-
Truculent (Adjective): যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী
-
Truculently (Adverb): যুযুৎসুভাবে
-
-
উদাহরণ বাক্য:
১. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
২. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.

0
Updated: 4 weeks ago
What may be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word, ''arrogant'' means—
Created: 2 weeks ago
A
rude
B
gracious
C
coarse
D
pretentious
প্রদত্ত বাক্যে বলা হয়েছে যে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য (courteous) হিসেবে ধরা হয়, অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকার (arrogant) হিসেবে দেখা যেতে পারে।
অন্যভাবে বলতে গেলে, এক দেশের গালি অন্য দেশের বুলি। এখানে arrogant শব্দটি মূলত বোঝাচ্ছে অসম্মানজনক বা অভদ্রোচিত আচরণ। প্রদত্ত চারটি অপশনের মধ্যে শুধুমাত্র rude এই অর্থ প্রকাশ করতে সক্ষম।
-
Rude
-
English meaning: not polite; offensive or embarrassing
-
Bengali meaning: অভদ্র; অমার্জিত; বা রুঢ় আচরণ
-
অন্য অপশনগুলোর অর্থ:
-
gracious = সদয়; উদার; ভদ্র; সৌজন্যময়
-
coarse = অমার্জিত; অনিষ্টপূর্ণ
-
pretentious = বিরাট কৃতিত্ব বা গুরুত্বের দাবিদার; আত্মাভিমানী
দুটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে:
-
courteous এর বিপরীত অর্থ থাকতে হবে (Antonym)
-
arrogant এর সমার্থক (Synonym) হতে হবে
এই কারণে rude সবচেয়ে উপযুক্ত, কারণ coarse zwar courteous এর antonym হতে পারে, কিন্তু arrogant এর সমার্থক নয়।

0
Updated: 2 weeks ago