Select the antonym for "Indignant."
A
Annoyed
B
Wrathful
C
Disgruntled
D
Content
উত্তরের বিবরণ
• The opposite of 'Indignant' is – Content.
• Indignant (adjective)
English Meaning: feeling or showing anger or annoyance at what is perceived as unfair treatment.
Bangla Meaning: ক্ষুব্ধ; অন্যায়ের প্রতি ক্রোধান্বিত।
অপশন আলোচনা:
Annoyed – বিরক্ত; বিরক্তিকর অবস্থায় থাকা।
Wrathful – প্রচণ্ড রাগান্বিত; প্রচণ্ড ক্রোধে ফেটে পড়া।
Disgruntled – অসন্তুষ্ট; বিরক্ত বা হতাশ বোধ করা।
Content – সন্তুষ্ট; আত্মতুষ্টিতে ভরপুর।

0
Updated: 2 months ago
"At sixes and sevens" refers to a state of:
Created: 1 month ago
A
Perfect order
B
Total confusion
C
Great happiness
D
Complete silence
Correct Answer: Total confusion.
• At sixes and sevens (idiom)
English Meaning: in a state of total confusion or disarray.
Bangla Meaning: সম্পূর্ণ বিভ্রান্তি বা বিড়ম্বনার অবস্থায় বা বিশৃঙ্খলার অবস্থায়।
Example Sentence:
- The team was at sixes and sevens trying to figure out the new strategy.
- নতুন কৌশল বের করার চেষ্টা করতে গিয়ে দলটি ছিল বিভ্রান্ত।
- The house was at sixes and sevens after the party, with everything out of place.
- পার্টির পর বাড়ি ছিল অরাজক অবস্থায়, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল।

0
Updated: 1 month ago
What is the closest synonym to "Abstruse"?
Created: 2 months ago
A
Transparent
B
Shallow
C
Recondite
D
Obvious
• The closest in meaning to "Abstruse" is - Recondite.
• Abstruse (adjective)
English Meaning: difficult to understand; obscure or complex.
Bangla Meaning: কঠিনবোধ্য; গভীর; অস্পষ্ট।
অপশন আলোচনা:
Transparent - স্পষ্ট; সহজে বোঝা যায়।
Shallow - তলানী; গভীরতাহীন।
Recondite - গভীর; জটিল; খুব কম মানুষের জানা।
Obvious - সুস্পষ্ট; পরিস্কার।

0
Updated: 2 months ago
What is the synonym of the word 'Fringe'?
Created: 4 weeks ago
A
Immeasurable
B
Main
C
Periphery
D
Inane
সঠিক উত্তর হলো Periphery।
Fringe একটি Noun & Verb। এটি বোঝায় কোনো কিছুর বাইরের প্রান্ত বা সীমা; এছাড়াও মূল বিষয় বা প্রধান অংশের তুলনায় गौণ বা কম গুরুত্বপূর্ণ দিক।
-
বাংলা অর্থ: কিনার; প্রান্ত।
-
সমার্থক শব্দ:
-
Periphery (বাহ্যসীমা; চৌহদ্দি; পরিধি)
-
Edge (ছুরি, তলোয়ার অথবা যেকোনো অস্ত্রের ধারালো প্রান্ত)
-
Outskirts ((বিশেষত শহরের) প্রান্তদেশ)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Center (কেন্দ্র; মূল অংশ)
-
Core (কোনো জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ; মর্মবস্তু)
-
Main (প্রধান; মূল)
-
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Immeasurable (Adjective):
-
ইংরেজি অর্থ: So large or great that it cannot be measured or quantified।
-
বাংলা অর্থ: অমেয়; অপ্রমেয়; অপরিমেয়।
-
-
Inane (Adjective & Noun):
-
ইংরেজি অর্থ: Extremely silly or having no real meaning or importance।
-
বাংলা অর্থ: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।
-

0
Updated: 4 weeks ago