What is the closest synonym to "Abstruse"?
A
Transparent
B
Shallow
C
Recondite
D
Obvious
উত্তরের বিবরণ
• The closest in meaning to "Abstruse" is - Recondite.
• Abstruse (adjective)
English Meaning: difficult to understand; obscure or complex.
Bangla Meaning: কঠিনবোধ্য; গভীর; অস্পষ্ট।
অপশন আলোচনা:
Transparent - স্পষ্ট; সহজে বোঝা যায়।
Shallow - তলানী; গভীরতাহীন।
Recondite - গভীর; জটিল; খুব কম মানুষের জানা।
Obvious - সুস্পষ্ট; পরিস্কার।

0
Updated: 4 weeks ago
"At sixes and sevens" refers to a state of:
Created: 1 week ago
A
Perfect order
B
Total confusion
C
Great happiness
D
Complete silence
Correct Answer: Total confusion.
• At sixes and sevens (idiom)
English Meaning: in a state of total confusion or disarray.
Bangla Meaning: সম্পূর্ণ বিভ্রান্তি বা বিড়ম্বনার অবস্থায় বা বিশৃঙ্খলার অবস্থায়।
Example Sentence:
- The team was at sixes and sevens trying to figure out the new strategy.
- নতুন কৌশল বের করার চেষ্টা করতে গিয়ে দলটি ছিল বিভ্রান্ত।
- The house was at sixes and sevens after the party, with everything out of place.
- পার্টির পর বাড়ি ছিল অরাজক অবস্থায়, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল।

0
Updated: 1 week ago
What is the antonym of 'Honorary'?
Created: 3 months ago
A
Official
B
Honorable
C
Salaried
D
Literary
• Honorary:
Englis Meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
- Official: আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable: সম্মানিত।
- Salaried: বৈতনিক।
- Literary: সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Honorary শব্দটির অর্থ, Salaried শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই Honorary এর antonym হবে - Salaried.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 3 months ago
Omnipotent-
Created: 4 weeks ago
A
Feeble
B
Supreme
C
Impotent
D
Vulnerable
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।
ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago