Despite multiple warnings, the ____________ employee refused to comply with the company’s safety regulations.
A
contemacius
B
contumacius
C
contemacious
D
contumacious
উত্তরের বিবরণ
• Complete Sentence: Despite multiple warnings, the contumacious employee refused to comply with the company’s safety regulations.
- Bangla Meaning: একাধিক সতর্কতা সত্ত্বেও, অবাধ্য কর্মী কোম্পানির নিরাপত্তা বিধিমালা মানতে অস্বীকৃতি জানিয়েছিল।
• Contumacious (adjective)
English Meaning: stubbornly or willfully disobedient to authority.
Bangla Meaning: প্রত্যাহার বা কর্তৃত্বের প্রতি জিদ্দি অবজ্ঞাসূচক।
Example Sentence:
- The student was contumacious when he refused to follow the school rules.
- Contumacious behavior in court can lead to contempt charges.

0
Updated: 4 weeks ago
The word “Ubiquitous” means –
Created: 20 hours ago
A
Rare and uncommon
B
Present everywhere
C
Hidden and secret
D
Limited in scope
Ubiquitous (adjective)
English Meaning: Something that is present, found, or existing everywhere or in many places at the same time.
Bangla Meaning: সর্বব্যাপী; সর্বত্র বিদ্যমান।
Example Sentences:
Mobile phones have become so ubiquitous that almost everyone owns one.
In modern cities, surveillance cameras are ubiquitous, monitoring public spaces constantly.
Source:
Cambridge Dictionary
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 20 hours ago
The word bounty is closest in meaning to
Created: 1 month ago
A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
'Through thick and thin' means-
Created: 1 month ago
A
under all conditions
B
to make thick and thin
C
not clear in understanding
D
of great density
Through thick and thin
ইংরেজি অর্থ: যেকোনো পরিস্থিতিতে, যতই কঠিন হোক না কেন।
বাংলা অর্থ: সব ধরনের পরিস্থিতিতে / যেকোনো বাধা-বিপত্তি সত্ত্বেও।
উদাহরণ বাক্য: তারা ভালো-মন্দে একসাথে থেকে গেছে।
বাংলা অর্থ: তারা সব ধরনের সমস্যা ও বাধা পেরিয়ে একসাথে ছিল।
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 1 month ago