What is the verb of the word 'Ability'?
A
Ableness
B
Able
C
Ably
D
Enable
উত্তরের বিবরণ
• Ability (noun)
English Meaning: possession of the means or skill to do something.
Bangla meaning: সামর্থ; সক্ষমতা।
- এর verb form হচ্ছে - Enable.
• Enable(verb)
English Meaning: to make someone able to do something, or to make something possible.
Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
অন্য অপশন গুলোর মধ্যে -
• Ableness (noun)
English Meaning: the state of being unable to do something.
Bangla Meaning: সামর্থ; সক্ষমতা।
• Able (adjective)
English Meaning: To have the necessary physical strength, mental power, skill, time, money, or opportunity to do something:
Bangla Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
• Ably (adverb)
English Meaning: Skilfully; competently.
Bangla Meaning: সক্ষমতার সঙ্গে।
Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
0
Updated: 5 months ago
What may be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word, ''arrogant'' means—
Created: 1 month ago
A
rude
B
gracious
C
coarse
D
pretentious
প্রদত্ত বাক্যে বলা হয়েছে যে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য (courteous) হিসেবে ধরা হয়, অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকার (arrogant) হিসেবে দেখা যেতে পারে।
অন্যভাবে বলতে গেলে, এক দেশের গালি অন্য দেশের বুলি। এখানে arrogant শব্দটি মূলত বোঝাচ্ছে অসম্মানজনক বা অভদ্রোচিত আচরণ। প্রদত্ত চারটি অপশনের মধ্যে শুধুমাত্র rude এই অর্থ প্রকাশ করতে সক্ষম।
-
Rude
-
English meaning: not polite; offensive or embarrassing
-
Bengali meaning: অভদ্র; অমার্জিত; বা রুঢ় আচরণ
-
অন্য অপশনগুলোর অর্থ:
-
gracious = সদয়; উদার; ভদ্র; সৌজন্যময়
-
coarse = অমার্জিত; অনিষ্টপূর্ণ
-
pretentious = বিরাট কৃতিত্ব বা গুরুত্বের দাবিদার; আত্মাভিমানী
দুটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে:
-
courteous এর বিপরীত অর্থ থাকতে হবে (Antonym)
-
arrogant এর সমার্থক (Synonym) হতে হবে
এই কারণে rude সবচেয়ে উপযুক্ত, কারণ coarse zwar courteous এর antonym হতে পারে, কিন্তু arrogant এর সমার্থক নয়।
0
Updated: 1 month ago
What is the antonym of 'Honorary'?
Created: 5 months ago
A
Official
B
Honorable
C
Salaried
D
Literary
• Honorary:
Englis Meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
- Official: আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable: সম্মানিত।
- Salaried: বৈতনিক।
- Literary: সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Honorary শব্দটির অর্থ, Salaried শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই Honorary এর antonym হবে - Salaried.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
0
Updated: 5 months ago
What is the synonym of 'incredible'?
Created: 5 months ago
A
Unbelievable
B
Unthinkable
C
Unlikely
D
Unthinking
The synonym of `incredible' is unbelievable.
Incredible (adjective) — অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়
-
Synonym of incredible: Unbelievable (adjective) — অবিশ্বাস্য
অন্যান্য শব্দের অর্থ:
-
Unlikely (adjective) — অসম্ভাবনীয়; অসম্ভাবিত; অঘটনীয়
-
Unthinkable (adjective) — অচিন্তনীয়; অবিবেচ্য
-
Unthinking (adjective) — চিন্তাশূন্য; বিবেচ্যহীন; অপরিণামদর্শী; অসতর্ক
সূত্র:
১. অ্যাকসেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি
২. ক্যামব্রিজ ডিকশনারি
0
Updated: 5 months ago