A
Instigate
B
Permit
C
Urge
D
Deceive
উত্তরের বিবরণ
• Incite - প্ররোচিত/উত্তেজিত করা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Urge - তাড়া করা/দেওয়া; তাড়ানো
খ) Permit - অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করা
গ) Instigate - প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া;
ঘ) Deceive - প্রতারিত করা; ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা
সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Instigate শব্দটি Incite এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - Instigate.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Which of the following words is the best synonym for "Heretic"?
Created: 12 hours ago
A
Conformist
B
Traditionalist
C
Dissident
D
Loyalist
• The closest in meaning to 'Heretic' is – Dissident.
• Heretic (noun)
English Meaning: A person who holds beliefs or opinions that are contrary to the established or orthodox religious doctrines.
Bangla Meaning: ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে মতপ্রকাশকারী; বিদ্রোহী।
অপশন আলোচনা:
Conformist – যিনি প্রচলিত নিয়ম ও বিশ্বাস মেনে চলে; অনুগত।
Traditionalist – ঐতিহ্য অনুসারী; পুরাতন রীতি-পদ্ধতি মেনে চলা।
Dissident – ভিন্নমতাবলম্বী; বিদ্রোহী; যারা প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে মতপ্রকাশ করে।
Loyalist – আনুগত্যশীল ব্যক্তি; বিশ্বস্ত।

0
Updated: 12 hours ago
The synonym of ‘genesis’ is-
Created: 2 months ago
A
introduction
B
preface
C
beginning
D
foreword
Genesis
English Meaning: The origin or mode of formation of something.
Bangla Meaning: সূচনা; প্রারম্ভিক বিন্দু।
• নিচের অপশনগুলোর অর্থ হলো –
ক) introduction – উপস্থাপনা; প্রস্তাবনা; প্রচলন; পরিচয়সাধন; প্রবর্তন।
খ) preface – মুখবন্ধ; প্রস্তাবনা।
গ) beginning – কোনো কিছুর শুরু/আরম্ভ/সূচনা।
ঘ) foreword – প্রারম্ভিক মন্তব্য; মুখবন্ধ।
• বিশ্লেষণ করলে দেখা যায়, উপরের বিকল্পগুলোর মধ্যে “beginning” শব্দটিই ‘Genesis’ শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করে।
Source:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
The synonym for 'efface'-
Created: 1 month ago
A
Improve
B
Exhaust
C
Rub out
D
Cut out
The synonym for 'efface'- Rub out.
Efface (Verb)
English Meaning:
-
To remove or erase something, especially a mark from a surface.
-
To completely wipe out a memory, feeling, or impression.
Bangla Meaning:
-
উপরিভাগ মুছে ফেলা বা ধ্বংস করা।
-
কোনো স্মৃতি বা অনুভূতিকে সম্পূর্ণভাবে মুছে ফেলা বা নিশ্চিহ্ন করা।
Synonyms (পর্যায়বাচক শব্দ):
-
Erase – মুছে ফেলা
-
Eradicate – সম্পূর্ণরূপে ধ্বংস করা বা মূলসহ উৎপাটন করা
-
Expunge – সম্পূর্ণরূপে মুছে ফেলা
-
Rub out – ঘষে তুলে ফেলা
✅ এই সকল শব্দ Efface-এর মতোই কিছু মুছে ফেলার বা দূর করার অর্থ বহন করে।
Antonym (বিপরীত শব্দ):
-
Preserve – সংরক্ষণ করা
➡ Efface যেখানে কোনো কিছু মুছে ফেলার ইঙ্গিত দেয়, সেখানে Preserve মানে সেটিকে টিকিয়ে রাখা বা রক্ষা করা।
Other Related Options:
ক) Improve (Verb):
-
মানোন্নয়ন করা, আরও ভালো করা।
(Efface-এর সাথে বিপরীত অর্থ বহন করে।)
খ) Exhaust (Verb):
-
সমস্ত শক্তি বা সম্পদ খরচ করে ফেলা।
(প্রাসঙ্গিক নয়, তবে সম্পূর্ণ নিঃশেষ করার একটি অর্থ রয়েছে।)
ঘ) Cut out (Verb):
-
কোনো কিছু হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা থেমে যাওয়া।
(আংশিকভাবে Efface-এর সাথে সম্পর্কিত হতে পারে।)
Source:
-
Merriam-Webster Dictionary
-
Bangla Academy's Accessible Dictionary

0
Updated: 1 month ago