কোন দুটি বর্ণযোগ্য 'জ্ঞ' যুক্তব্যঞ্জনটি গঠিত?
A
ঞ্ + জ
B
ঞ্ + ড
C
ড্ + ঞ
D
জ্ + ঞ
উত্তরের বিবরণ
0
Updated: 1 day ago
সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
Created: 2 months ago
A
ভ্ + ঊ = ভ্র
B
ত্ + ত = ক্ত
C
ঙ্ + গ = ঙ্গ
D
ক্ + ত = ত্ত
• সংযুক্ত বর্ণের শুদ্ধরূপ:
-
ঙ্ + গ = ঙ্গ
গুরুত্বপূর্ণ কিছু সংযুক্ত বর্ণ:
-
ত্ + ত = ত্ত
-
ক্ + ত = ক্ত
-
ভ্ + র = ভ্র
-
ত্ + থ = ত্থ
-
ঙ্ + ক = ঙ্ক
-
হ্ + ম = হ্ম
0
Updated: 2 months ago
'হৃ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 1 month ago
A
হ্ + ন
B
হ্ + ণ
C
হ্ + র
D
হ্ + ঋ
বাংলা বর্ণমালায় যুক্তবর্ণ হলো দুটি বা ততোধিক বর্ণের সংযোগ থেকে গঠিত একক ধ্বনি। যেমন, হ্ + ঋ = হৃ।
-
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্চ = ঞ্ + চ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ন = হ্ন
-
উৎস:
0
Updated: 1 month ago
‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 2 months ago
A
ষ্+ন
B
ষ্+ণ
C
ষ+ঞ
D
ষ+ঙ
‘উষ্ণ’ শব্দে “ষ্ণ” একটি যুক্তব্যঞ্জন, যা ষ্ ও ণ বর্ণের মিলনে গঠিত।
এটি উচ্চারিত হয়: উ-ষ্ণ।
0
Updated: 2 months ago