A
To complain or express discontent
B
To celebrate with great joy
C
To fast or abstain from pleasure
D
To reflect upon a past mistake
উত্তরের বিবরণ
Answer: To complain or express discontent
Word: Repine (Verb, Intransitive)
-
English Meaning: To feel or show discontent or unhappiness.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) পরিতাপ করা; অতৃপ্ত হওয়া; দূরদর্শিতার অভাবে পরিতাপ।
Examples:
-
It is no use to repine over things beyond your control.
-
He didn’t repine at his lack of wealth but valued relationships.
-
They repined for home comforts in the wilderness.

0
Updated: 4 weeks ago
What does "Mendacious" mean?
Created: 1 week ago
A
Honest
B
Lying
C
Generous
D
Funny
Correct Answer: খ) Lying
Mendacious (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদী
-
English Meaning: given to or characterized by deception or falsehood
Lying (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদিতা
-
English Meaning: marked by or containing untrue statements; false
Other Options:
-
Honest – সত্যবাদী; free from fraud or deception
-
Generous – উদার; liberal in giving; openhanded
-
Funny – মজার; affording light mirth and laughter; amusing
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
Before submitting the project, the manager asked her assistant to ______ the final draft for any errors.
Created: 1 week ago
A
look up
B
look into
C
look over
D
look after
Phrasal Verb: Look over
-
English Meaning: to quickly examine something
-
Bangla Meaning: পরিদর্শন করা; পরীক্ষা করা
ব্যবহার:
-
কোন বিষয়ে পরীক্ষা বা পরিদর্শন বোঝাতে look over ব্যবহৃত হয়।
Example Sentence:
-
English: Before submitting the project, the manager asked her assistant to look over the final draft for any errors.
-
Bangla: প্রজেক্ট জমা দেওয়ার আগে, ম্যানেজার তার সহকারীকে খসড়া কপিটি কোনো ভুল আছে কি না তা দেখে নিতে বললেন।
অন্যান্য Related Phrasal Verbs
-
Look after → দেখাশুনা করা
-
Look into → গভীর পর্যবেক্ষণ করা
-
Look upon → বিবেচনা করা
-
Look down upon → খারাপ দৃষ্টিভঙ্গি দেখা
-
Look up to → শ্রদ্ধা করা
-
Look out for → আশা করা বা খেয়াল রাখা
-
Look to → সতর্ক করা
-
Look on → বিবেচনা করা
-
Look up → অভিধানে খোঁজা বা তথ্য খোঁজা
-
Look in (on somebody) → অল্পক্ষণের জন্য দেখা করতে আসা

0
Updated: 1 week ago
'Boot leg' means to-
Created: 3 months ago
A
distribute
B
export
C
import
D
smuggle
• মূল প্রশ্নপত্রে "Boot leg" শব্দটি থাকলেও সঠিক বানান হবে "Bootleg" (এক শব্দে)।
সঠিক উত্তর: Smuggle
শব্দ বিশ্লেষণ:
🔹 Bootleg (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো মদ্যপ পানীয় বা রেকর্ড অবৈধভাবে তৈরি, বিতরণ বা বিক্রি করা।
-
বাংলা অর্থ: শুল্ক ফাঁকি দিয়ে বা বেআইনিভাবে মদ তৈরি, আমদানি, রপ্তানি বা বিক্রি করা।
🔹 Smuggle (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো পণ্যকে অবৈধভাবে দেশের ভিতরে বা বাইরে স্থানান্তর করা।
-
বাংলা অর্থ: কাউকে বা কোনো কিছুকে গোপনে এবং বেআইনিভাবে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া।
বিভ্রান্তিকর অপশনসমূহ:
🔸 Distribute: বিতরণ করা বা ভাগ করে দেওয়া।
🔸 Export: রপ্তানি করা।
🔸 Import: আমদানি করা।
তথ্যসূত্র:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 months ago